![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপরের বাথরুমের ছবির ফ্লোর দেখে বিভ্রান্ত হতে পারেন। বাথরুমে পানি আর মাছ ইত্যাদি! কিন্তু ওগুলো আসলে বিশেষ ভাবে বানানো ফ্লোর টাইলস। আরো ছবি দেখুন।
সুত্র:
http://www.imperialae.com/luxury/3d_epoxy_flooring.html
০৩ রা মে, ২০১৫ রাত ৮:৩৩
ঢাকাবাসী বলেছেন: প্রথম মন্তব্যকারীকে আন্তরিক ধন্যবাদ।
২| ০৪ ঠা মে, ২০১৫ রাত ১২:৪৬
মুহম্মদ ফজলুল করিম বলেছেন:
আপনার লিঙ্কটা বন্ধুকে দেয়ায় - বন্ধু -
বাথরুমে ঢুকার সাথে সাথে হাগু বন্ধ হয়ে যাবে ম্যান!
কোন সমাধান!
০৫ ই মে, ২০১৫ দুপুর ১২:২৮
ঢাকাবাসী বলেছেন: হা হা হা তাহলে তো এগুলোর ভেতরে যাওয়াটাই বিপজ্জনক, সেজন্যই তো আমি কিনছিনা! সরস মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
৩| ০৪ ঠা মে, ২০১৫ ভোর ৬:৪২
মন ময়ূরী বলেছেন: সুন্দর।
০৫ ই মে, ২০১৫ দুপুর ১২:২৯
ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।
৪| ০৪ ঠা মে, ২০১৫ দুপুর ১:৩১
সুমন কর বলেছেন: এবার কিন্তু আমার কাছে, মোটামুটি।
০৫ ই মে, ২০১৫ দুপুর ১২:৩০
ঢাকাবাসী বলেছেন: তাতেই চলবে। ধন্যবাদ সুমন কর, অনেক দিন দেখিনি মনে হয়!
৫| ০৪ ঠা মে, ২০১৫ দুপুর ১:৪০
হাসান মাহবুব বলেছেন: চ্রম।
০৫ ই মে, ২০১৫ দুপুর ১২:৩০
ঢাকাবাসী বলেছেন: আমি ধন্য। আর আপনাকে অনেকগুলো ধন্যবাদ।
৬| ০৪ ঠা মে, ২০১৫ বিকাল ৩:১৮
কাজী রায়হান বলেছেন: সুন্দর
০৫ ই মে, ২০১৫ দুপুর ১২:৩১
ঢাকাবাসী বলেছেন: খুশী হলুম। ধন্যবাদ আপনাকে।
৭| ০৪ ঠা মে, ২০১৫ বিকাল ৩:৩১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দরতো !!
০৫ ই মে, ২০১৫ দুপুর ১২:৩২
ঢাকাবাসী বলেছেন: আসলেই সুন্দর। দুবাইর কোম্পানী এগুলোর দাম নাকি ধরেছে হাজার ডলার প্রতি বর্গফুট! ধন্যবাদ।
৮| ০৪ ঠা মে, ২০১৫ বিকাল ৩:৩৮
হাসান আল নাফি বলেছেন: ওহ্! অস্থির ৷ O
০৫ ই মে, ২০১৫ দুপুর ১২:৩৩
ঢাকাবাসী বলেছেন: তা যা বলেছেন, এক্কেবারেই! আন্তরিক ধন্যবাদ।
৯| ০৫ ই মে, ২০১৫ সকাল ১১:২৫
জুন বলেছেন: এই রকম বাথ্রুমে ঢুকলেও তো পিছলে পড়ার ভয় থাকবে ।
অভিনব ঢাকাবাসী । মানুষের চিন্তার প্রসার দেখে অবাকই হই ।
০৫ ই মে, ২০১৫ দুপুর ১২:৩৯
ঢাকাবাসী বলেছেন: ওমা অনেকদিন পর! হ্যাঁ তাই, পিছলে পড়ার ভয় তো আছেই তার উপর থ্রী ডাইমেনশনাল ছবি দেখে বিভ্রান্ত হতে পারে অধিকাংশ মানুষ। ধন্যবাদ আপনাকে ।
১০| ০৫ ই মে, ২০১৫ দুপুর ১২:৪৫
ইমরান আশফাক বলেছেন: বাথরুমের মেঝে ফুড়ে একটা হাংগর হা করে তেড়ে আসছে এটা দেখার পর আমি কোন বাথরুমেই ঢুকতে পারবো না, বাগানে যেতে হবে।
০৫ ই মে, ২০১৫ রাত ৮:৩৯
ঢাকাবাসী বলেছেন: একেবারে বাগানে! তা যা বলেছেন, উপমহাদেশের কোন কোন এলাকাতে সেখানকার অর্ধেক মানুষ খোলা আকাশের নীচে...। পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
১১| ০৫ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪০
জুন বলেছেন: জী আমি দিন পনেরোর জন্য মায়ানমার ঘুরতে গিয়েছিলাম, তাই আপনার এই সুদৃশ্য এবং ব্যাতিক্রমী বাথ্রুম চোখ এড়িয়ে গেছে ঢাকাবাসী
০৫ ই মে, ২০১৫ রাত ৮:৪০
ঢাকাবাসী বলেছেন: আপনার চমৎকার লেখনীতে বার্মার ভ্রমনকাহিনীটি পাবো আশা করছি। আন্তরিক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।
১২| ০৫ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: আসলেই -- মানুষ আর কিছূ বাদ রাখবেনা!!!
শেখরের একটা শো হতো অনেক আগে- একবার বলছিল ফান করে-
স্বর্গের দেবদূতেরা চিন্তিত স্বর্গে কি কি সুবিধা দেয়া যায় এ নিয়ে!!
বেশ সুদীর্ঘ ভাবনার পর কারও কোন সমাধান মনোপুত হলো না। অবশেষে প্রধান ধূত বললেন- প্রভূ আমরা কাউকে পৃথীবিতে পাঠীয়ে দিই। ওখানে দেখে আসুক ফাইভ ষ্টারগুলোতে নতুন কি সংযোজন করেছে। তাই না হয় স্বর্গে যুক্ত করে দেবেন
তবে সুলাইমান আ: এর সময় কিন্তু এই চর্চা হয়েছিল। রানী বিলকিস যখন সুলাইমান আ: এর দরবারে আসবেন বলে স্থির হল- তখন উনি বিলকিসকে চমকে দিতে প্রবেশ পথে স্ফটিক পাথরের মেঝে এমন ভাবে তৈরী করেছিলেন যা দেখলে মনে হতো ভরপুর জলাশয়- পা দিলেই পা জলে ডুবে যাবে!
এবং রানী বিভ্রান্ত হয়েও ছিলেন।
০৫ ই মে, ২০১৫ রাত ৮:৪৪
ঢাকাবাসী বলেছেন: চমৎকার বিস্তৃত আর আন্তরিক একটা মন্তব্যের জন্য আরো আন্তরিক ধন্যবাদ। হ্যাঁ হাজারো বছর আগে সুলাইমান (আঃ) কেমনে করলেন সেটা বিরাট প্রশ্ন বটে!
১৩| ০৫ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৪
বটের ফল বলেছেন: এইগুলা আপনি কি দেখাইলেন !!!!!!!!!!!!
০৯ ই মে, ২০১৫ সকাল ১০:২০
ঢাকাবাসী বলেছেন: ভারি সুন্দর না? পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৪| ০৫ ই মে, ২০১৫ রাত ৮:৫৭
ঘনায়মান মেঘ বলেছেন: অত্যন্ত সুন্দর…
ভাল থাকুন সবসময়…
০৯ ই মে, ২০১৫ সকাল ১০:২১
ঢাকাবাসী বলেছেন: স্বাগতম আমার ব্লগে। মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৫| ০৬ ই মে, ২০১৫ বিকাল ৪:৫২
কাবিল বলেছেন: আহ কি দেখাইলেন।
সুন্দর শেয়ার।
০৯ ই মে, ২০১৫ সকাল ১০:২২
ঢাকাবাসী বলেছেন: আন্তরিক ধন্যবাদ।
১৬| ০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:০৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: আরেব্বাস এইসব তো বিশাল সুন্দর জিনিস
দারুণ পোস্ট ঢাকাবাসী
০৯ ই মে, ২০১৫ সকাল ১০:২৩
ঢাকাবাসী বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
১৭| ০৯ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩১
চাঁদগাজী বলেছেন:
মানুষ অনেক অপ্রয়োজনীয় কাজ করে বেড়াচ্ছে
১০ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫
ঢাকাবাসী বলেছেন: ঠিক বলেছেন, প্রাচুর্য হয়ত অলসতা আনে আর আনে অপ্রয়োজনীয় কাজ করার প্রবনতা! আন্তরিক ধন্যবাদ আপনাকে।
১৮| ১২ ই মে, ২০১৫ দুপুর ১২:৫৯
প্রবাসী ভাবুক বলেছেন: ভয়ঙ্কর সুন্দর! বাথরুমের ভিতর এগুলো থাকলে তো ঢুকতে গেলেই আঁতকে উঠতে হবে৷
২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৬
ঢাকাবাসী বলেছেন: আঁতকে উঠার জন্যই বানানো মনে হয়! সত্যিই সুন্দর। ধন্যবাদ আপনাকে।
১৯| ১৩ ই মে, ২০১৫ রাত ১০:৪৩
নও হেলাল বলেছেন: চমৎকার। নাই অথচ দৃশ্যমান...................... দারুন ব্যাপার
২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৮
ঢাকাবাসী বলেছেন: দুবাইর একটা কারখানায় এটা বানানো হয়, বিশেষ বিশেষ শ্রেনীর লোকদের জন্য, সুন্দর। আন্তরিক ধন্যবাদ আপনাকে।
২০| ২৪ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫১
দীপংকর চন্দ বলেছেন: ভীষণ ভালো লাগা!!!
অনিঃশেষ শুভকামনা।
অনেক ভালো থাকবেন। সবসময়।
২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৯
ঢাকাবাসী বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
২১| ০২ রা জুলাই, ২০১৫ দুপুর ২:১৬
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ওয়াও!!!
০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৫:১০
ঢাকাবাসী বলেছেন: এগুলো্ বিশেষ বিশেষ লোকের জন্য বানানো হয়, আমরা চাইলেও হয়ত কিনতে পারবোনা. দামের কথা নাই ধরলুম। ধন্যবাদ আপনাকে।
২২| ০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৪:০৪
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: চ্রম !!
০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:১৬
ঢাকাবাসী বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ আপনাকে।
২৩| ২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:০৯
এফ আই রাজীব বলেছেন: চমৎকৃত হলাম,আশায় বুক বাঁধলাম,কোটিপতি হওয়া পর্যন্ত বেঁচে থাকলে একবার না হয় চেষ্টা করবো....
২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:১০
ঢাকাবাসী বলেছেন: আরে দুর এটা কিনতে কোটিপতি হওয়া লাগেনা, ইচ্ছা করলে্ই হয়। তবে দুবাই ছাড়া মনে আর কোথাও পাওয়া যায় না এখন পর্যন্ত। আর প্রতি বর্গফুট আশী হাজার টাকা আমাদের মত মানুষের জন্য অনেক বেশী, তাই....। ব্লগে আসার জন্য অনেক ধন্যবাদ।
২৪| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২১
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: অনেক সুন্দর সুন্দর টাইলস এর ছবি দেখলাম।খুব ভাল লাগল।আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৫ বিকাল ৪:১৬
আমি ময়ূরাক্ষী বলেছেন: আসলেই অপূর্ব।