![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি আইসল্যান্ডে বেড়াতে গিয়ে বলতে পারেন ওটাই সাংঘাতিক ঠান্ডা। তবে একবার চলেন দেখে আসি দুনিয়ার সবচাইতে ঠান্ডা গ্রামের কিছু চিত্র।
জায়গাটার নাম ওম্যিয়াকন, সাইবেরিয়ার কেন্দ্রস্হলে অবস্হিত, আর এটাকেই পৃথিবীর সবচাইতে ঠান্ডা মানুষের বাসযোগ্য (ঢাকার চাইতে অনেক বেশি বাসযোগ্য ) গ্রাম। এখানে মাত্র ৫০০ মানুষ বাস করে।
এখানকার তাপমাত্রা সাধারনত -৫০ ডিগ্রী সেলসিয়াস এর আশে পাশেই থাকে। তবে এটার রেকর্ড হল -৬৭ ডিগ্রী সেলসিয়াস।
এখানে বাড়ির ভিতরে টয়লেট হয় না কারন, স্যুয়ারেজ লাইন দেযার উপায় নেই, পুরোটাই ফ্রিজ হয়ে যায়! উপরে একটা টয়লেট বাড়ির বাইরে। রাতে বাথরূম যেতে অসুবিধা আছে। ফেরৎ আসার চান্স কম। উপরে একখান বাথরূমের ছবি!
সুত্র:
http://www.cbc.ca/news/canada/north/oymyakon-russia-the-coldest-place-on-earth-1.2928146
১৪ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:১৮
ঢাকাবাসী বলেছেন: প্রসংসার জন্য আন্তরিক ধন্যবাদ।
২| ১৩ ই মে, ২০১৫ রাত ১০:৪৮
বদিউজ্জামান মিলন বলেছেন: দারুণ পোষ্ট..মজা পেলাম
১৪ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:১৯
ঢাকাবাসী বলেছেন: আনার কথা আমার খুব ভাল লাগল্ । ধন্যবাদ আপনাকে।
৩| ১৪ ই মে, ২০১৫ রাত ১২:০৮
হাসান মাহবুব বলেছেন: ভালো পোস্ট, তবে ছবিগুলো এত ছোট এসেছে কেন?
১৪ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:২২
ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ আপনাকে। আর বলবেননা, আমার শতাধিক পোস্টের মধ্যে এটার ছবিগুলোই ছোট আর বিশ্রী এলো। কারনটা জানা নেই। সামুর নতুন ফরম্যাটটাই গন্ডগোলের কারণ নাকি জানিনা। পুরোনো স্টাইলটা খুঁজে পাচ্ছিনা! আবার ধন্যবাদ্
৪| ১৪ ই মে, ২০১৫ রাত ১:১০
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার পোস্ট । তবে আরও কিছু দিলে আরও ভাল লাগতো ঢাকাবাসী ভাই ।
১৪ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৫
ঢাকাবাসী বলেছেন: আরো কিছু ছিল তো কিন্তু পোস্টটার স্টাইলটাই আমার পছন্দ হচ্ছিলনা তাই। এতে ছোট ছোট ছবি একেবারে যাচ্ছেতাই! আন্তরিক ধন্যবাদ আপনাকে।
৫| ১৪ ই মে, ২০১৫ রাত ১:৪৫
মনিরা সুলতানা বলেছেন: বেড়াতে যেতে চাই
সুন্দর সব ছবি
ধন্যবাদ
১৪ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৭
ঢাকাবাসী বলেছেন: ছবিগুলো মুলত আরো সুন্দর তবে এখানে কেন জানি সব রঙহীন আর ছোট এসেছে। বিরক্তিকর! আন্তরিক ধন্যবাদ আপনাকে।
৬| ১৪ ই মে, ২০১৫ ভোর ৪:২৯
প্রবাসী পাঠক বলেছেন: মনের ভুলেও এই গ্রামে যেতে চাই না। এই গ্রামে গেলে ফিরে আসার সম্ভাবনা শুন্যের নিচে।
১৪ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩০
ঢাকাবাসী বলেছেন: একবার গেলে নিদেন পক্ষে সপ্তহখানেক থাকতে হবে! তবে বাথরূমের অভাবে চলে আসতে পারেন। মাইনাস চল্লিশ পন্চাশ তাপে বাথরূমটা ভুলে যেতে হবে! ধন্যবাদ।
৭| ১৪ ই মে, ২০১৫ সকাল ১১:২৬
জুন বলেছেন: এই গরমে ঠান্ডা ঠান্ডা গ্রাম ভালোলাগার কথা ঢাকাবাসী ভাই,
তবে বেশি ঠান্ডা মনে হইতেছে :-&
+
১৪ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩
ঢাকাবাসী বলেছেন: আর বলবেননা গড়ে মাইনাস পন্চাশ!! ঢাকাবাসীরা প্লাস নয় দশ ডিগ্রীতেই জান কাহিল! নাহ ওখানে ট্যুরিজমটা ডেভেলপ করেনি মনে হয়। আন্তরিক ধন্যবাদ আপনাকে, কস্ট করে পড়া আর মন্তব্য করার জন্য। ভাল থাকবেন।
৮| ১৪ ই মে, ২০১৫ দুপুর ১:৩৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন:
১৪ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪
ঢাকাবাসী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
৯| ১৪ ই মে, ২০১৫ রাত ৯:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: ওরে ঠান্ডা রেরে রেরে...............................
নভৌচারীদের মতো পোষাক পড়ে যাওয়া যেতে পারে
১৫ ই মে, ২০১৫ রাত ৮:০৯
ঢাকাবাসী বলেছেন: মাইনাস চল্লিশ পন্চাশ জিনিসটা সাংঘাতিক। নভোচারীর পোষাকে মনে হয় কিচু হবেনা আরো ভারী পোষাক লাগবে! অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
১০| ১৪ ই মে, ২০১৫ রাত ৯:১২
কাজী রায়হান বলেছেন: ঠান্ডারে ভাই । গরম কফি খাইেত যে কি মজা লাগবে ।
১৫ ই মে, ২০১৫ রাত ৮:১১
ঢাকাবাসী বলেছেন: শুনেছি কফিটা জমে যেতে কয়েক মিনিট লাগে! ভয়ংকর ব্যাপার! ধন্যবাদ আপনাকে।
১১| ১৪ ই মে, ২০১৫ রাত ১১:৫৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: এই গরমে আপনার পোস্ট পড়ে ঠাণ্ডা ঠাণ্ডা অনুভূতি পেলুম যে... ঠাণ্ডা ঠাণ্ডা... কুল কুল...
১৫ ই মে, ২০১৫ রাত ৮:১৩
ঢাকাবাসী বলেছেন: ঠান্ডা জায়গাতে থাকার মজাই আলাদা, তাইনা? তবে মাইনাস পন্চাশ!! খাইসে আমারে! অনেক ধন্যবাদ নিয়ে নিন।
১২| ১৫ ই মে, ২০১৫ দুপুর ২:১৩
সুমন কর বলেছেন: ছোট পোস্ট, সময় কম দিয়েছেন।
ছবি এতো ছোট কেন?
১৬ ই মে, ২০১৫ রাত ১২:১৪
ঢাকাবাসী বলেছেন: আজকাল সামুতে পাঠকের আকাল পড়েছে তাই লিখতে তেমন ইচ্ছে করেনা, মন্তব্য করার পাঠক তো উধাও হচ্ছে, এই আপনারা ক'জন বিদগ্ধ পাঠক পাঠিকা আছেন তাদের জন্য আসি, মানে পড়তে আসি। ছবি কেন ছোট তা আমি নিজেই জানিনা। সামুর নতুন ভার্সনটা আমার পছন্দ নয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুমন কর।
১৩| ১৮ ই মে, ২০১৫ দুপুর ১২:০৪
দীপান্বিতা বলেছেন: সাঙ্গাতিক সুন্দর!
১৯ শে মে, ২০১৫ সকাল ১০:২৭
ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ। আপনার মহাভারত পড়ছিলুম।
১৪| ১৮ ই মে, ২০১৫ রাত ৮:৫৭
দিশেহারা আমি বলেছেন: আমি যেখানে থাকি সেখানে ১৩ বছর আগে একবার -৪০ ডিগ্রী সেলসিয়াস এর মুখোমুখি হয়েছিলাম।তখন থেকেই সাইবেরিয়া অঞ্চলে যাবার সাধ ছিল।সময় ও সুযোগের অভাবে যাওয়া হয়নি। এমনকি সেই ইচ্ছের কথা ভুলেই গিয়েছিয়াম। আপনার লেখা পড়ে আবার মনে পড়ে গেল।
ধন্যবাদ পোষ্টের জন্য।
১৯ শে মে, ২০১৫ সকাল ১০:৩১
ঢাকাবাসী বলেছেন: আপনার আন্তরিক মন্তব্য পড়ে ভাল লাগল। নাহ অতো ঠান্ডা উভোগ করার সুযোগ হয় নি আর হবেনা, আপনি উপভোগ করুন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
১৫| ১৯ শে মে, ২০১৫ সকাল ১০:৫১
রিকি বলেছেন: তালু শুকিয়ে যাওয়া এই গরমের মধ্যে এই জায়গারই সন্ধান মনে মনে করছিলাম বোধ হয়---- আপনি জায়গার হদিশ দিয়ে বাঁচালেন ভাই!!! আগেই পড়েছিলাম এই পোস্ট, লাইক দাওয়া হয়নি অফলাইন ছিলাম বিধায়-- তাই লাইক দিতে গেলাম
১৯ শে মে, ২০১৫ দুপুর ১২:৪৬
ঢাকাবাসী বলেছেন: আপনার আন্তরিকতার জন্য কৃতজ্ঞ। পাঠ ও মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
১৬| ১৯ শে মে, ২০১৫ বিকাল ৫:১৭
আরজু পনি বলেছেন:
ঢাকা শহর নিয়ে চরম বিরক্ত আছি, কিন্তু তাই বলে এমন স্থানে যেতে চাইনা !
ভয়ানক !
২২ শে মে, ২০১৫ বিকাল ৪:২৪
ঢাকাবাসী বলেছেন: দুনিয়ার সবচাইতে নিকৃস্ট বাসের অযোগ্য জঘন্যতম শহর নিয়ে আমরা সুস্হ্ মানুষরা বড়ই কস্টে আছি, কারণ আমরা মন্ত্রী নেতা বা বড় ঘুষখোর আমলা নই! ম্যালাদিন পর এলেন! হ্যাঁ আম্মো যেতে চাইনে। ধন্যবাদ।
১৭| ২৪ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:০০
প্রবাসী ভাবুক বলেছেন: ভুলেও ঐগ্রাম মাড়ানোর ইচ্ছা নেই৷ নিজেই জমে বরফ হয়ে যেতে পারি!
২৬ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:২১
ঢাকাবাসী বলেছেন: ঠিকই বলেছেন, তবে দুচার দিনের জন্য ভালই লাগবে মনে হয়! ধন্যবাদ আপনাকে।
১৮| ২৪ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩২
চাঁদগাজী বলেছেন:
ভয়ংকর অবস্হা।
চাকুরী বাকূরী আছে তো ওখানে?
২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
ঢাকাবাসী বলেছেন: মাত্তর তো শপাঁচেক মানুষ, একটা জেনারেল স্টোর, পত্রিকা নেই সুতরাং চাকরীর চান্স খুব কম মনে হয়। তবুও গিয়ে ট্রাই করবেন নাকি? আন্তরিক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।
১৯| ২৭ শে মে, ২০১৫ বিকাল ৩:২৬
তুষার কাব্য বলেছেন: আমার ঐ গ্রামে যাইবার মুন চায় ! তুষারে তুষারিত হয়ে কিছু দিন থাকতে চাই
২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬
ঢাকাবাসী বলেছেন: খুব ভাল আইডিয়া, যেতে পালে খুব এনজয় করা যেত, অসাধারণ একটা অভিজ্ঞতা হত। আমার ট্যাঁকে অতো জোর নেই তাই ওসব চিন্তা বাদ্। আপনি ঘুরে এসে অভিজ্ঞতা শেয়ার করুন। পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
২০| ০১ লা জুন, ২০১৫ রাত ৯:০৯
ফেক রুধির বলেছেন: ভালো লাগলো।
০৩ রা জুন, ২০১৫ দুপুর ১২:১০
ঢাকাবাসী বলেছেন: জেনে ভাল লাগল আর আন্তরিক ধন্যবাদ আপনাকে।
২১| ২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৫
মশিকুর বলেছেন:
"রাতে বাথরূম যেতে অসুবিধা আছে। ফেরৎ আসার চান্স কম।"
-লাইনটা পড়ে হাসতে হাসতে চেয়ার থেকে পইড়া যাইতে নিসিলাম। কোনমতে মাউস আর কি-বোর্ড ধইরা এ যাত্রায় রক্ষা পাইছি
অনেক সময় কঠিন বাস্তবতাও অনেক হাসির হয়
শুভাকামনা ।
১১ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫১
ঢাকাবাসী বলেছেন: হাসাতে পেরে আমরাও খুব ভাল লাগল। ব্লগে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ।
২২| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪২
থিওরি বলেছেন: আপনার ছবিগুলো দেখেই জমে যাচ্ছি!
১১ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪৯
ঢাকাবাসী বলেছেন: মাইনাস ৫০ ডিগ্রী ঠান্ডায় কি সাংঘাতিক অবস্হা হয় ভাবাই যায় না। ধন্যবাদ ব্লগে আসার জন্য।
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৫ রাত ৯:৪৬
এন জে শাওন বলেছেন: সুন্দর ও শিক্ষনীয় একটা পোস্ট। ধন্যবাদ