নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঢাকার বাসিন্দা- মানুষকে ভালবাসি আর ভালবাসি প্রকৃতিকে

ঢাকাবাসী

প্রকৃতিকে ভালবাসি।

ঢাকাবাসী › বিস্তারিত পোস্টঃ

যানবাহনে লোডিং কাকে বলে, দেখেন!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

আমাদের দেশে খরচ কমাতে বা সময় বাঁচাতে অনেক সময়ই ওভারলোডিং করা হয়। তা নীচে কিছু ওভারলোডিং দেখেন



আফ্রিকার কোন একটা দেশে। মাথা পিছু একটা ব্যাগ নিতে পারবেন।




উপরের ছবিটা একটা বিশ্ব রেকর্ড হতে পারত! আরে এটা আমাদের প্রিয় বাংলাদেশ!



চীনের ওভারলোডিং!



উপরের এটাও চীনে!


আবার চীন!



আপনি চার্চে যাবেননা? তো চার্চই আপনার কাছে আসছে, লোডেড!



আমাদের নিকটতম প্রতিবেশী ভারতে!




উঃ কোরিয়া।


ভিয়েৎনাম।



সাহারা মরুভুমিতে!

গুগলে খোঁজ নিলেই পাবেন।


মন্তব্য ৪৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

চাঁদগাজী বলেছেন:


ভালো, সুন্দর

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪০

ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

সেলিম আনোয়ার বলেছেন: ওভারলোডিং পুরো দেশ জুড়ে এটা কি আর কেউ কমাতে কেউ পারে ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪১

ঢাকাবাসী বলেছেন: এদেশে বড় জোর দুকোটি মানুষ বাস করতে পারে আছে ২৫ কোটি, ওভারলোডিং কাকে বলে! ধন্যবাদ আপনাকে ।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

অাব্দুল মান্নান বলেছেন: মোবাইলেও লোডিং লোডিং সংকেত..

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪২

ঢাকাবাসী বলেছেন: ঠিক। নেট স্পীড শ্লো, কারণ ওভারলোডিং, ঘুষ খেয়ে সরকারী দপ্তরের লোকরা কমিয়ে রাখে! ধন্যবাদ।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৩

হাসান মাহবুব বলেছেন: অনেকদিন পর আপনার পোস্ট। ভালো লাগলো।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪

ঢাকাবাসী বলেছেন: ছিলুম সুইজারল্যান্ডে অনেক দিন, ঠান্ডার আগেই ভাগলুম এদেশে। ভালো লাগাতে পেরে আমারও ভাল লাগছে, ধন্যবাদ হামা।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩১

হ্যাকার সাহেব বলেছেন: দারুন দেখালেন বস................!

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪

ঢাকাবাসী বলেছেন: আমার ব্লগে স্বাগতম আর পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৪

অৈথ বলেছেন: Good post
webprogrammingtips.com

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৫

ঢাকাবাসী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: B-) :D B-) :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৫

ঢাকাবাসী বলেছেন: আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন।

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৯

রাজপায়রা বলেছেন: X X(( X(( কাপিয়ে দিলেন

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৬

ঢাকাবাসী বলেছেন: হা হা হা । পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৫৫

মহান অতন্দ্র বলেছেন: সবগুলো আগেই দেখা। তবুও ভাল লেগেছে।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৬

ঢাকাবাসী বলেছেন: তবু পাঠের জন্য অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০২

ডি মুন বলেছেন: মানুষের কথা বাদ দিলাম , গাড়িগুলোরই জীবন শ্যাষ !!!!!

B:-) B:-)

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৮

ঢাকাবাসী বলেছেন: তা যা বলেছেন, গাড়ীগুলোর সাসপেনশন আবার নতুন করে লাগাতে নির্ঘাৎ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।

১১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭

ডার্ক ম্যান বলেছেন: ব্যতিক্রমী পোস্টের জন্য ধন্যবাদ

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩১

ঢাকাবাসী বলেছেন: ওমা তাই বুঝি! আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৭

সুমন কর বলেছেন: গুড পোস্ট।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৩৬

ঢাকাবাসী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাই সুমন কর।

১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৭

সাঈদ মোহাম্মদ ফাহিম আবরার বলেছেন: আমার মাথাও ওভারলোডিং হয়ে গেছে ভাই। এরকম ওভারলোডিং হওয়া লেখা আরো চাই

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৩৭

ঢাকাবাসী বলেছেন: হা হা হা শুনে মজা পেলুম। পাঠ আর সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ নিন।

১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৭

ইদানীং জাহিদ বলেছেন: Isss !!! Gari Jodi manosh hoito , arekta andoloner dekha paitam . :p

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৩৮

ঢাকাবাসী বলেছেন: হা হা হা ঠিক বলেছেন। আমরা আন্দোলন দেখে অভ্যস্ত তাই না? পাঠ আর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৪

কাবিল বলেছেন: শরীরেও ওভারলোডিং হা হা হা

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৪০

ঢাকাবাসী বলেছেন: দারুন সুন্দর আর মজার ছবি! পড়া আর ছবি সহ মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে কাবিল।

১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১১

কামরুন নাহার বীথি বলেছেন: খাগড়াছড়ির চান্দের গাড়ীও প্রায় সাহারা মরুভূমির গাড়ীটার মতই।
এইটা মরুভূমিতে চলছে, খাগড়াছড়ির পাহাড়ি পথে কেমন করে চলে! দেখলে ভয়ই লাগে!!

ভাল লাগল আপনার ব্যতিক্রমী কালেকশন :)
অনেক শুভেচ্ছা!!!

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৪০

ঢাকাবাসী বলেছেন: আপনার ভাল লাগাতে আমার অনাবিল আনন্দ। ধন্যবাদ আপনাকে কামরুন নাহার বীথি।

১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৬

কলমের কালি শেষ বলেছেন: অসাধারণ !! হা হা হা

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৪১

ঢাকাবাসী বলেছেন: আপনার লেখাও অসাধারণ হয়। পাঠ আর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাই।

১৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৮

থিওরি বলেছেন: খাইছে! এগো কি জানের মায়া নাই ??

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৪২

ঢাকাবাসী বলেছেন: আর বলবেননা এরা জানের চাইতে যাত্রাটাকেই বেশী জরুরী ভাবে। ধন্যবাদ ভাই।

১৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩১

প্লাবন২০০৩ বলেছেন: ওভারলোডিং তো দেখলাম, কিন্তু বুঝলাম না এত ওভারলোডিং করে কিভাবে? প্রতিটা ছবিই অসাধারণ।

ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৪৪

ঢাকাবাসী বলেছেন: আম্মো তাই ভাবছি, এত্তো লোডিং করাটা একটা সাংঘাতিক আর্ট। আর এরা এতে দক্ষ। ধন্যবাদ ভাই। ভাল থাকুন।

২০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
বিভিন্ন দেশের ওভারলোডিং দেখে শান্তি পেলাম...
আমাদের দেশ তাহলে ভালো অবস্থানেই আছে :)

শুভেচ্ছা জানবেন, ঢাকাবাসী :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৪

ঢাকাবাসী বলেছেন: আরি কি সব বলচেন? আমাদের ট্রেনের লোডিংটা একটা বিশ্বরেকর্ড সে বিষয়ে কোন সন্দেহ আছে! তবে সরকার মনে হয় শরমে ওটা গিনেজে পাঠায়নি। তাতে তো রেলের বদনাম! আন্তরিক ধন্যবাদ আর শুভেচ্ছা আপনাকে।

২১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৯

মোঃ ইয়াসির রহমান বলেছেন: অসাধারন বললে কম বলা হয়, কিন্তু কি বলবো ঠিক করতে পারছিনা ভাই।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৪

ঢাকাবাসী বলেছেন: এতেই আমার পরানটা আনন্দে ভরে গেল। পাঠ ও অসাধারণ মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

২২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০২

ঢাকাবাসী বলেছেন: হাসলুম। ধন্যবাদ আপনাকে।

২৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৯

জুন বলেছেন: এই পোষ্ট কবে দিলেন ঢাকাবাসী :-*
অনেকবার এসেছি নতুন কিছু দেখার জন্য আর সেই বিচিত্র প্রশ্ন পোষ্ট দেখে ফিরে গিয়েছি ।
ইউরোপ ২ ইয় পর্ব কি ঈদের ছুটিতে ? ঈদের শুভেচ্ছা রইলো আপনার পরিবারের সবার জন্য :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬

ঢাকাবাসী বলেছেন: জেনেভাতে লগইন সমস্যা হচ্ছিল, তাই পুরোনো একটা কালেকশন ঢাকায় এসেই ছেড়েছিলুম। আমার সৌভাগ্য আপনি আবার এলেন। আপনার ও আপনার পরিবারের সকলের জন্য আন্তরিক ঈদ মুবারক, ঈদের অনেক শুভেচ্ছা। ২য় পর্ব ঈদের পরেই আসবে আশা করছি। ধন্যবাদ।

২৪| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:৩৯

আবদুর রব শরীফ বলেছেন: চীন ওভারলোডেড, সব ছবিগুলো মুগ্ধ হয়ে দেখেছি, মুগ্ধতা রেখে গেলুম! :)

২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৩

ঢাকাবাসী বলেছেন: পাঠ আর চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.