![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখুন সবগুলোই কিন্তু মজার নাও হতে পারে, সেজন্য আগেই ক্ষমা চাইছি।
সবচাইতে মজার ছবি হল নীচেরটা। জাপানের ফুকুওডা শহরে ছবিতে দেখানো একটা বড় রাস্তায় ১০০ ফুটের বেশি বড় সিংকহোল তৈরী হয় আর জাপানীরা ওটা পুরো মেরামত করে আবার আগের অবস্হায় আনে মাত্র দুদিনে -পরের ছবি। এটা দেখে আমাদের সংষ্লিস্ট বিভাগের লোকেরা আপসোসে মৃতপ্রায়। বলছে, কি যে বলেন না, নো টেন্ডার নো কমিশন! দুদিনে দুরে থাক দুমাসেও তো আলাপ করাই শেষ হয় না।
২০ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:২১
ঢাকাবাসী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
২| ১৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩৫
সুমন কর বলেছেন: মজা পেলাম। কেমন আছেন?
২০ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:২৩
ঢাকাবাসী বলেছেন: ভালই আছি তবে বিরক্তিকর শ্লো মোশনের কারণে সামুতোে আসা কমিয়ে দিয়েছি। আন্তরিক ধন্যবাদ।
৩| ১৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২৭
প্রামানিক বলেছেন: দারুণ মজা
২০ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:২৪
ঢাকাবাসী বলেছেন: অনেক ধন্যবাদ প্রমানিক। ভাল থাকুন।
৪| ১৭ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সবগুলোই মজার। শেষের ছবিটা দেখে সত্যিই অবাক হলাম।
ধন্যবাদ ঢাকাবাসী।
২০ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:২৪
ঢাকাবাসী বলেছেন: আপনাকেও আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন।
৫| ১৭ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
মাজুবিবি বলেছেন: সেইরম অইেছ! ব্যাপক মজার কালেকশন!
২০ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:২৫
ঢাকাবাসী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মাজুবিবি। ভাল থাকুন।
৬| ১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৫৫
শাহরিয়ার কবীর বলেছেন: মজা পেলাম
২০ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:২৬
ঢাকাবাসী বলেছেন: জেনে ভাল লাগল, ধন্যবাদ।
৭| ১৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:১৯
হাসান মাহবুব বলেছেন: শেষ ছবিটা বুঝি নাই।
২০ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৪
ঢাকাবাসী বলেছেন: জাপানে একটা রাস্তায় সিংকহোল (রাস্তা ডেবে ভেঙ্গে বিশাল গর্ত) সৃস্টি হয় প্রথম ছবি। সেই প্রকান্ড গর্ত জাপানীরা ৪৮ ঘন্টায় মেরামত করে গাড়ি চলাচল শুরু করে। আমাদের দেশে ১৫ দিন পর্যন্ত তো নেতারা পরিদর্শনই করতেন, তারপর সড়ক বিভাগের এস্টিমেট, বাজেট প্লেসিং (এক কোটি টাকার কাজের জন্য ২০ কোটি বরাদ্দ), তারপর টেন্ডার, লবিইং, ..ষের পরিমান নির্ধারণ করে কাজ ভাগ করা কাজের অংশ ভাগাভাগি এসব করতে করতে তো ছ'মাস তারপর কাজ শেষ হতে হতে বছর খানেক তো লাগতই, সেটাই বলা আমার উদ্দেশ্য ছিল। আশা করি এবার বোঝাতে পেরেছি। ধন্যবাদ।
৮| ২৬ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৪
হাসান মাহবুব বলেছেন: স্যরি ভাই, ঐটা না, এইটা হবে
স্যরি ভাই, ঐটা না, এইটা হবে
২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৪৮
ঢাকাবাসী বলেছেন: হা হা হা চাইনীজ মনে হয়! অনেক অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য আর পাশে থাকার জন্য।
৯| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৩২
সাদা মনের মানুষ বলেছেন: ভাইটামিনযুক্ত
২৩ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৪
ঢাকাবাসী বলেছেন: এসব ভিটামিনের দরকার আছে না? মাগার পাই কোথা? ধন্যবাদ।
১০| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৯
সোহানী বলেছেন: হাহাহা আরেকটা W আছে । কানাডায় এসে হাড়ে হাড়ে টের পাচ্ছি তা হলো weather........
২৩ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৬
ঢাকাবাসী বলেছেন: তাই তো বলি, আপনি হাজার আস্টেক মাইল দুরে আর সেজন্যই আপনার সাড়া শব্দ কম আজকাল! ধন্যবাদ আর সর্বদা ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১৮
কাবিল বলেছেন: সবগুলোই ভাল লেগেছে।
শেষেরটা বেশি ভাল লাগল।