![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকাল প্রায় সব দেশেই গন্ডগোল লেগেই আছে। কোথাও আভ্যন্তরীন সমস্যা নিয়ে নিজেরাই যুদ্ধ করছে, কোথাও দুই তিন দেশ মিলে গন্ডগোল পাকিয়ে বসে আছে মারামারিতে পাবলিকের জান যায়, কোথাও পাভলিকের সাথে সরকারের গন্ডগোল বা বিরোধীদের সাথে ক্ষমতা নিয়ে ক্যাচাল আর পরে মারামারি ফলে সব ক্ষেত্রেই বিদেশী পর্যটকরা মুসিবতে থাকেন। এর প্রেক্ষিতে আন্তর্জাতিক কিছু সংস্হা ভ্রমনের জন্য বিপজ্জনক বলে কিছু দেশের তালিকা বানিয়ে ছেড়েছেন আর পঁই পঁই করে বলেছে বাপু ওসব দেশে যাবার কথাট আপাতত ডীপ ফ্রীজে তুলে রাখুন। আসেন দেখি তালিকাটিতে কারা আছে। বাংলাদেশ নেইতো!
সর্বাগ্রে এলো 'সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক' মধ্য আফ্রিকান একটি দেশ; উপদেশ ঐ দেশে যাবেনইনা।
চাদ, আফ্রিকার আরেকটা দেশ; যাওয়া বারণ।
মালি, আফ্রিকার দেশ, কখনো যাবেন না।
সোমালিয়া, জলদস্যুদের দেশ, যাওয়া নিষেধ।
দক্ষিন সুদান মহাবিপজ্জনক।
আফগানিস্তান, আপনাকে কুত্তায় কামড়াইসে যে আফগানিস্তানে যাবেন!
সিরিয়া, ঘুরতে যাওয়ার কথা ভুলে যান।
ইয়েমেন, ভুলেও যাবেননা।
উত্তর কোরিয়া, ডেস্জারাস দেশ, খামাখা গিয়ে জেলে পঁচবেন, যাওয়ার দরকার নেই!
ইরাক, মহা ঝামেলায় পড়বেন, যাবার কোন দরকার নেই!
এরপর আরো অনেক দেশ যেমন পাকিস্তান, ভারত, এরাও আছে তবে অনেক দুরে। সামু লোড নিচ্ছেনা, তাই আগামীতে দেখা যাবে।
সুত্র:
http://global-diseases.healthgrove.com/stories/17395/most-dangerous-countries-travel-africa-europe?utm_source=taboola&utm_medium=content.rec&utm_campaign=i3.cr.tb.dt.11093
২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৬
ঢাকাবাসী বলেছেন: ঢাকার নাম ১৯০ দেশের মধ্যে ৯০ নম্বরে আছে, রেজাল্ট খারাপ না কি বলেন? ধন্যবাদ।
২| ২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪১
সুমন কর বলেছেন: আপনি কিন্তু ঘুরে বেড়ান তাই ভুলেও যাবেন না।
শেয়ার করার জন্য ধন্যবাদ।
২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৮
ঢাকাবাসী বলেছেন: ওগুলোর মধ্যে (উপরেরগুলো না) দুএকটা অনেক আগে ঘুরে এসেছি তাই যাবার কথা আপাতত শিকেয় তুলে রেখেছি। অনেক ধন্যবাদ সুমন কর আপনাকে। ভাল থাকবেন।
৩| ২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫০
স্নিগ্ধ শোভন বলেছেন:
২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৮
ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ।
৪| ২৫ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
প্রামানিক বলেছেন: সাধ আছে সাধ্য নাই
২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১৩
ঢাকাবাসী বলেছেন: আরে না ভাই সাধটাই বড়, তারপর বাকীটা চেস্টা চরিত্য করে বানানো আর কি! আমার শুভেচ্ছা রইলো।
৫| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:০৬
নিরীক্ষক৩২৭ বলেছেন: আরো ডিটেইলসে বললে আরো ভাল লাগত
২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১৭
ঢাকাবাসী বলেছেন: ১০০% ঠিক, আমার নিজেরই মনে হচ্ছিল একেবারে পানসে লেখা হল। আলসেমী আর কি। ভবিষ্যতে মনে রাখবো। ধন্যবাদ।
৬| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:১৩
গেম চেঞ্জার বলেছেন: মোটেও না। ঐসব দেশে যাওয়া চলবেই না.....।
২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১৯
ঢাকাবাসী বলেছেন: খবরদার ওদিকে তাকানোই খারাপ! তবে লিষ্টে কিন্তু বাংলাদেশও ছিল! খামাখা আপনার মন খারাপ হবে তাই বাদ দিলুম। অনেক ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য।
৭| ২৬ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাদ দিলাম ওই সব দেশ!
ইয়ে ঢাকা যাইতে পারুম তো?
২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:২০
ঢাকাবাসী বলেছেন: ঢাকার নাম তো আছেই তবে একটু দুরে তাই যেতে আপত্তি নেই। ধন্যবাদ, ভাল থাকুন।
৮| ২৬ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫৭
ডার্ক ম্যান বলেছেন: কাশ্মীর যাওয়ার ইচ্ছা আছে।
২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:২২
ঢাকাবাসী বলেছেন: কুনু সমস্যা নাই বিদেশীরা অনেক নিরাপদ কাশ্মীরে। তয় এই শীতে যাওয়াটা ঠিক হবেনা। ধন্যবাদ।
৯| ২৬ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৪
হাসান মাহবুব বলেছেন: মায়ানমার নাই?
২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:২৪
ঢাকাবাসী বলেছেন: বিশ্বাস করুন ইয়াঙ্গুন পর্যটকদের জন্য অনেক অনেক বেটার শহর দ্যান ঢা..। বেশী বললে পাবলিক পিটাবে। যেতে পারেন। ধন্যবাদ।
১০| ২৭ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪৪
তিসান বলেছেন: ভাল লাগল। আচ্ছা আমি কিভাবে আমার পোষ্টে এড যোগ করব? একটু জানাবেন কি?
১১| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:৩৪
কালীদাস বলেছেন: আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট রেগুলার বেসিসে এই লিস্টটা আপডেট করে বিদেশে যেতে ইচ্ছুক আমেরিকানদের জন্য। বাংলাদেশের নাম কয়েকবার উঠেছে শর্ট-টার্ম বেসিসে; এফএএর সাইটে দেখলাম এখনও বাংলাদেশের নাম আছে
২৩ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪০
ঢাকাবাসী বলেছেন: বাংলাদেশের নাম উপরের দিকেই আছে, দিইনি ইচ্ছে করে নিজ দেশ। ধন্যবাদ কালীদাস।
১২| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৫
সোহানী বলেছেন: ও অাচ্ছা অাচ্ছা বাংলাদেশ নেই। তাহলে যাওয়া যায়...হাহাহাহা
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ২:১৮
অতিকায় অমাবস্যা বলেছেন: বাইরের দেশের মানুষ হয়তো ঢাকা নিয়ে ব্লগপোস্ট দিচ্ছে :p