নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমুদ্র হাওলাদার

আমি একজন শিক্ষক ।

সমুদ্র হাওলাদার › বিস্তারিত পোস্টঃ

পুরষ্কার নয় সংলাপের ঘোষণা দিন

২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:১০

চলমান অবরোধে নাশকতা রোধের জন্য,নাশকতাকারীদের ধরিয়ে দেয়ার লক্ষে পুরষ্কার ঘোষণা করেছে সরকার।সরকারের অভিযোগ বিএনপি সহ ২০ দলীয় জোটের নেতাকর্মীরা এ ধরনের নাশকতার জন্য দায়ী।যদিও এ বিষয়ে সরকার এখনো এমন কোনো তথ্য প্রমাণ হাজির করতে পারেনি,যাতে জনগণ বুঝতে পারে যে,নাশকতার জন্য বিএনপি বা ২০ দল দায়ী।
যেখানে ২০ দলের নেতাকর্মীরা পুলিশের ভয়ে রাস্তায় বেরুতে পারে না,সেখানে তারা কীভাবে পেট্রোল বোমা নিক্ষেপ করবে কিংবা নাশকতা সৃষ্টি করবে ?যা হোক, ২০ দলের লোকজন যদি এ নাশকতা করে থাকে তাহলে তো তারা কাউকে ধরিয়ে দেবে না।এক্ষেত্রে ধরিয়ে দেয়ার জন্য পুলিশকে খবর দেবে আওয়ামীলীগের লোকজন আর পুরষ্কার হিসেবে তাদেরকেই দেয়া হবে নগদ টাকা।সরকারের টাকা এবার পুরষ্কারের নামে আরেক দফা লুটপাট হবার সমূহ সম্ভাবনার সৃষ্টি হয়েছে।কারণ,যে কোন বিএনপি-জামায়াত নেতাকর্মীকে ধরিয়ে দিতে পারবে নাশকতার কথিত অভিযোগে,আর তাতেই পেয়ে যাবে সরকারি কোষাগারের নগদ টাকা।সরকারি টাকা দলীয় নেতাকর্মীদের মাঝে বিতরণের কী চমত্‍কার ব্যবস্থা !
পুরষ্কার যদি দিতেই হয় তাহলে দলীয় তহবিল থেকে দেয়া হোক।কারণ বর্তমানে আওয়ামীলীগ যা করছে তা নিছক ক্ষমতা চিরস্থায়ী করার জন্য।কাজেই দলীয় ভাবে পুরষ্কারের টাকা দিলেই ভালোই হবে।তাছাড়া শেয়ার বাজার এবং কুইক রেন্টালের নামে লুটপাট হওয়া টাকা তো আর বিএনপি-জামায়াতের কাছে যায়নি।কোথায় গিয়েছে তাও দেশবাসী জানে।
সর্বোপরি সরকারের কাছে সবিনয় অনুরোধ, দয়া করে পুরষ্কার নয় সংলাপের ঘোষণা দিন।যাতে দেশ ও জাতির কল্যাণ সাধিত হবে।আশা করি,সকল মহলের শুভ বুদ্ধির উদয় হবে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: এরা নাকি গণতন্ত্রের মুক্তিযুদ্ধের সপক্ষের চেতনার শক্তি!!!

আজ পুরস্কার ঘোষনা করতে হয়। যেখানে ছাত্রলীগ পুলীশের পোষাক পড়ে নির্বিচারে গুলি চালায়.. তারপরও তারা ধরতে পারেনা - তাদের????

তাদের আচরণ স্বৈরাচারিতায় যেমন ইয়াহিয়ার মতো.. আবার মহল্লায় মহল্লায় শান্তি কমিটি... (কিছূ মনে পড়ে... ৭১ এর পিস কমিটির কথা) বানানোর আহবান জানায়!

যাতে লুকানো মুল সত্য! আমজনতা আর আন্দোলন কারী মিলে মিশে একাকার বলেই তারা ধরতে পারছে না।!
তার মানে আমজনতা আন্দোলনে সহযোগী!

পুরস্কার যদি অন্যপক্ষ ঘোষনায় যায়! পরিণতি কি হবে ভেবেছে তারা???

সন্ত্রাসী ঘোষনা সন্ত্রাসকে উস্কে দেয়!

অনির্বাচিত স্বৈরাচারের উচিত এই মুহুর্তে ক্ষমতা তত্বাবধায়কের হাতে ছেড়ে দেয়া।
যদি বিন্দু মাত্র দেশপ্রেম থাকে।
বন্দুকের নলের মূখে কেউ বেশিদিন টিকতে পারেনি- ইতিহাসতো তাই বলে!! নাকি?

২| ২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৮

নিলু বলেছেন: এধরনের পুরস্কার ঘোষণা রাষ্ট্রের চিরচারিত , জনাব মান্নান ভুইয়া এবং আব্দুল জলিল সাহেবের সংলাপের কথা মনে আছে কি ?

৩| ২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৬

মাহবুবুর রহমান (মাহা) বলেছেন: it's just jokes.

৪| ২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৩

কলাবাগান১ বলেছেন: লজ্জা থাকলে বাসে আগুন আর বোমার সাফাই গাইতেন না... বিনপি নেতার হাত উড়ে গেছে আজকে বোমা বানাতে গিয়ে, শিবিরের কাছ থেক ১০০-১৫০ ককটেল ও বোমা বানানোর সরন্জাম উদ্ধার.....তারপরেও বলেন এটা ২০ দলীয় জোোটের কাজ না!!!! ধিক...

৫| ২২ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: @কলাবাগান... লজ্বার কথা বলার আগে নিজের নীচে চেয়ে দেখূন..

এই তত্ত্ববধায়কের দাবীতে (অন্য কোন দাবী নয়) ১৭৩ দিন হরতাল, অবরোধ কারা করেছিল?
সে সময় শেরাটনে বাসে ১১ জন পুড়ে মারা গিয়েছিল!

হাজার হাজার কোটি টাকার ক্ষতি করে যে দাবী আদায় হয়েছিল তা বাদ দেয়ার মতো বালখিল্যতা করে জাতিকে আবার সংকটে ফেলার শতভাগ দায় আওয়ামীলীগের।

২৮ তারিখে লগি বৈঠার তান্ডব কারীরা কয় লজ্বার কথা????
লজ্বাও লজ্বায় মূখ লুকাবে!!!

স্বৈরাচারের অনির্বাচিত সরকারের দালারী যারা করে তারা মানুষ হিসেবে কতটা সুস্থ তা বিচারের দাবী রাখে।

৬| ২২ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

বেদুইন জাহিদ বলেছেন: বালদের চেতনার দন্ড দাড়িয়ে গেছে। এখন শুধু ভেঙ্গে পড়ার অপেক্ষা.... B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.