![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful
আরব বসন্তের বাতাসে বিবিসি সিএনএন আল জাজিরা নিউজ সহ বিশ্বের সকল নিউজ পত্রিকা প্রশংসার জোয়ারে ভেসে যায়। বাংলাদেশের অধিকাংশ সংবাদ মাধ্যমগুলো বিদেশী সংবাদ মাধ্যমের ফেলে দেওয়া হাড় হাড্ডি না পেয়েও একই অবস্থা! বাংলাদেশের প্রায় সাংবাদিকের প্রোফাইল:- সন্ধ্যার পর রেল লাইনের আসে পাশে তাদের পাওয়া যায় বিশেষ গাছ আর বাংলা পানির খোঁজ করছে। মাথায় ঝাকরা চুল, বেনি করা চুল, চোখ লাল, ময়লা শার্ট প্যান্ট, কাঁধে সাইট ব্যাগ।
একটির পর একটি আরব দেশে বিপ্লব ঘটতে থাকে যেনো টাইম ঘড়ি বসানো, একটি পর একটি দেশে ছুটির ঘন্টা বেজে উঠছে! আরব বসন্তের শেষে কি:- বসন্তের বাতাসে আরব দেশগুলো নতুন করে ফুল ফুটতে শুরু করে! ফুলে ফুলে সমারোহ আরব দেশ। আরব বসন্তের শেষে হিন্দি সিনেমার মতো “দুষ্টের দমন শিষ্টের পালন” তারপর সকলে হাসি খুশি সুখে দিন যাপন শুরু করে। আরব দেশগুলোতে বয়ে চলেছে শান্তি আর শান্তি। আরব বসন্ত এনে দিয়েছে অপার শান্তি। সিনেমা শেষ। THE END
কাতার ভিত্তিক আল জাজিরা নিউজ সব সময় আরব বসন্তের মজাদার মজাদার রেসিপি তৈরির সাথে সম্পৃক্ত ছিলো। বিশ্বে এমন কোনো সংবাদ মাধ্যাম নেই যারা অর্থের বিনিময়ে দেশের সমাজের পরিবেশের ক্ষতি করে না। এরা সংঘবদ্ধভাবে রাষ্ট্রের ক্ষতি করে দেয়। এখন ইসরায়েল কাতার আক্রমণ করেছে। হয়তো এই হামলার প্রয়োজন ছিলো। এখন দেখা যাক কাতার কি করে, অর্থের বিনিময়ে হামলা শেষ করবে নাকি কাতার পাল্টা হামলা করবে?
ছোট একটি প্রশ্ন, উত্তরটিও ছোট হওয়ার কথা। এইগুলো কি -
১। আরব বিপ্লব
২। আরব বসন্ত
৩। আরব চিকেনপক্স
আরব বসন্তের পর এখন এশিয়াতে শুরু হয়েছে। সিরিয়াল ধরে ইন্দোনেশিয়া, নেপাল, তারপর - - - -
১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:০৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
আসিয়ানের সদস্য দেশগুলো হলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস এবং মায়ানমার। এই দশটি দেশ নিয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা হলো আসিয়ান বা দক্ষিণ-পূর্ব এশীয় জাতি সংস্থা (Association of Southeast Asian Nations)।
শত শত কারণের মাঝে একটি কারণ: ইন্দোনেশিয়া ও নেপালে প্রতি সপ্তাহে যেই পরিমান বিদেশি পর্যটক ভ্রমণে আসে তা বাংলাদেশে বছরেও সম্ভব না। এইখানে আন্দলোনের ফলাফল ভালো আসবে।
এখন কি মনে হচ্ছে ইন্দোনেশিয়া ও নেপালে আন্দলোনের কারণ আছে?
১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:১১
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমেরিকান ইন্টেলিজেন্স ও ট্রাম্প মনে হয় না স্কুল ড্রপ আউট। সমগ্র বিশ্বে দেশ আছে মাত্র ২০০টির মতো। ২০০ দেশের নাম জানে না একমাত্র স্কুল ড্রপ আউট।
১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৪১
ঠাকুরমাহমুদ বলেছেন:
বিশ্বের অনেকে নাকি বাংলাদেশকে চিনে ডাক্তার সাহেবের কারণে ! আমার কথা হচ্ছে যারা ডাক্তার সাহেবের কারণে বাংলাদেশকে চিনে তারা কি স্কুল ড্রপ আউট? অথবা অশিক্ষিত মূর্খ?
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৪৩
সৈয়দ কুতুব বলেছেন: আরব বসন্ত আন্দোলনগুলো inside job বা গোপন পরিকল্পিত অপারেশন ছিল । একই সময়ে একাধিক দেশে একই ধরনের আন্দোলন , সামাজিক মাধ্যমে সংগঠিত প্রচারণা , কিছু ক্ষেত্রে পশ্চিমা NGO-দের সম্পৃক্ততা , কিছু ক্ষেত্রে পশ্চিমা NGO-দের সম্পৃক্ততা ও দ্রুত আন্তর্জাতিক সমর্থন ও স্বীকৃতি ।
১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৪৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
বাংলাদেশে ১% মানুষ জানে ও বিশ্বাস করে। যদি তাই হয় তাহলে আপনি ১% এর একজন।
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:০৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে
বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিবে কিসে?
১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:১৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
আরব চিকেনপক্স - - - - -
এশিয়ান চিকেনপক্স - - - - -
এর বাইরে আর কিছুই না।
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৩৭
জেনারেশন একাত্তর বলেছেন:
ইন্দোনেশিয়া ও নেপালে যা ঘটেছে ইহাতে ট্রাম্পের আমেরিকা যুক্ত আছে বলে মনে হয় না; এসব দেশ আছে বলেও ট্রাম্প ঠিক মতো জানে না।