নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমুদ্র হাওলাদার

আমি একজন শিক্ষক ।

সমুদ্র হাওলাদার › বিস্তারিত পোস্টঃ

বিএনপি কেন সাধারণ মানুষের ওপর আক্রমণ করবে ?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৫

সরকারের বেশ কয়জন মন্ত্রীদের কথাবার্তা শুনে যে কারোরই মনে হবে যে,চলমান পেট্রল বোমা হামলায় সরকারি দলের লোকেরাই জড়িত।কারণ কোন জায়গায় এ ধরনের হামলার খবর শোনামাত্রই এসব মন্ত্রীগণ বিএনপি-জামায়াতকে দোষারোপ শুরু করে।এক্ষেত্রে তাঁরা কোন তথ্য প্রমাণ ছাড়াই যা খুশী তাই বলে যাচ্ছেন।অনেকটা,"যেমন খুশী তেমন সাজ" প্রতিযোগীতার মত।আর তাঁদের দলদাশ মিডিয়াও এসব বক্তব্য-বিবৃতি নিয়ে মাতামাতি শুরু করে দেয়।অথচ ইতোমধ্যই দেশের বিভিন্ন স্থানে এসব কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের কর্মীদের পুলিশের হাতে আটক হবার কথা শোনা গেছে।যদিও অনেক ক্ষেত্রেই পুলিশ এ বিষয়টি অস্বীকার করছে।
নাশকতা করে সাধারণ মানুষদের বিএনপি খুন বা আহত করতে পারে না।কারণ সাধারণ মানুষের একটা বিরাট অংশ বিএনপিকে সমর্থন করে বিধায়ই, ৫ জানুয়ারির একতরফা নির্বাচনে ভোট কেন্দ্রে ভোটাররা যাননি।যে কারণে ৪০ টি বা তারও বেশি ভোট কেন্দ্রে কোন ভোটই পড়েনি।যা ইতিহাসে নজিরবিহীন ঘটনা।কাজেই বিএনপি সাধারণ মানুষের ওপর আক্রমন করতে পারে না।
অতএব কে বা কারা এটা করছে,সেটি বুঝতে কী খুব বেশী কষ্ট হয় ?

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩০

মিতক্ষরা বলেছেন: পেট্রোল বোমার বিষয় গুলো খুব রহস্যাবৃত। এরকম নাশকতা নির্বিচারে চলছে কি করে? অনেক ঘটনা ঘটেছে পুলিশের কঠোর পাহারার মাঝে।

বিএনপির নেতারা সবাই তো জেলের ভিতরে। কর্মীদের উপরে চলছে ক্রশ ফায়ার নয় তো ট্রাক ফায়ার। তাহলে পেট্রোল বোমার দায় কেন বিএনপির থাকবে?

এই মুহুর্তে সংসদ ভেংগে দিয়ে জরুরী আইন জারী করা হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.