|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
এসেছি চলে যাবার জন্য
__হাবিব শুভ
অল্প সময়, চলেই ত যাবো, ক্ষণিকের জন্য এসেছি,
মৃত্যু ভয়ানক কিছু নয়, সহজ ব্যাপার,
আমাদের না জানা কিছু নয়, 
এসেছি চলে যাবার জন্য।কে অমর রয়??
শিশিরজলের মতোই আমাদের জীবন,
 কচু পাতার উপর এক বিন্দু স্বচ্চ জলের ছিটা,
শিশিরজল কিংবা কচুপাতার জল-
তাও ত ওদের নিঃশেষ হয় বিশ্বের উঁচুমমানের প্রাণীর অস্তিত্বে,
কিন্তু মানুষ??? মাটিতে মিশে যায়।
তবু আশা বাঁধি, স্বপ্ন দেখি, কিছু মানুষ বেঁচেও থাকি হৃদয়ে,
এসেছি চলে যাবার জন্য তবুও কেউ কেউ অমর রই।
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.