|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
হতে যদি এক কাপ চা,
চুমুক দিয়ে পান করতাম করে আহা আহা,
হতে যদি গরম গরম কফি,
দিতাম না ভাগ কাওকে, বলতাম করো মাফি।
হতে যদি রেস্টুরেন্টের ঐ বারগার,
তোমার জন্যই যেতাম আমি রেস্টুরেন্টে বারবার।
হতে যদি চিকন চিকেনের রুল,
তোমায় আমার সঙ্গেই রাখতাম,করতাম না ভুল।
হতে যদি তেলে ভাজা ঐ বেগুনী,
খুব সহজেই বলতাম মাকে এই হলো আমার রাণী।
হতে যদি টক, ঝাল চটপটি,
ঘরে বসেই বানাতাম তোমায়, মজা হতো মোটামুটি।
হতে যদি বিরিয়ানি,
তোমায় আমি গুরু মানতাম, ঘরেই খেতাম আনি।
হতে যদি চমচা, শিঙ্গাড়া,
তোমার জন্যই মজনু হতাম, হয়ে ঘর ছাড়া।
হতে যদি ফুচকা,
ভালবেসে বলতাম আমি, তুমি আমার প্রেমিকা।
 ২ টি
    	২ টি    	 +০/-০
    	+০/-০২|  ২১ শে জুলাই, ২০১৬  রাত ১১:১৯
২১ শে জুলাই, ২০১৬  রাত ১১:১৯
হাবিব শুভ বলেছেন: কেন ভাই??? :-(
©somewhere in net ltd.
১| ২১ শে জুলাই, ২০১৬  রাত ১০:৫৫
২১ শে জুলাই, ২০১৬  রাত ১০:৫৫
চাঁদগাজী বলেছেন:
না পড়লে হয়তো আরো ভালো লাগতো!