![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক ভেবে-চিন্তে দেখলাম আই.এস(Is)
আর মশা প্রায় এক। দুইটাই নিশ্চিত মৃত্যু
জেনেও অন্যের উপর হামলা করে।
আই.এস জানে যে তারা যেখানে হামলা
করছে সেখানে গেলে তাদের মৃত্যু প্রায়
নিশ্চিত। তারপরও হামলা করে। আর
মশাও জানে যে মানুষের রক্ত খেতে
গিয়ে তাদের মৃত্যু প্রায় নিশ্চিত। তবুও
মশা রক্ত খেতে আসে।।।। উভয়েরি কার্যকলাপ রক্তের সাথে সম্পৃক্ত।। শেষমেশ উভয়কেই নির্মমভাবে মৃত্যু বরণ করতে হয়। উভয় ই দেশ ও জাতির জন্য বিপদজনক। উভয়কেই ধ্বংস করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
২| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ১:০৫
হাবিব শুভ বলেছেন: আর আই.এস ওদের সন্ত্রাসী জীবন ও পথ বাঁচাতে মানুষ কে নির্মমভাবে হত্যা করে।।
৩| ২৩ শে জুলাই, ২০১৬ ভোর ৫:৩০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এভাবেতো ভাবিনি
দিলে যে নয়া তত্ব;
কথা যা কয়েছ ভায়া
আসলেই সত্য।
৪| ২৩ শে জুলাই, ২০১৬ সকাল ৭:৪৮
হাবিব শুভ বলেছেন: ধন্যবাদ ভাই @ কি করি আজ ভেবে না পাই
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৬ রাত ১২:৫৯
অরুনি মায়া অনু বলেছেন: মশা নিজের জীবন বাঁচানোর তাগিদে রক্ত পান করে, তাই মশার অপরাধ আই .এস এর সমতূল্য নয়