![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিলা→এই শোন আরাফাত আমি তকে আজ থেকে তুমি করে বলবো।
আরাফাত→মানে টা কি??
নিলা→ মানে হলো তুমি আমার একটু কাছে এসে শোনে যাও।
আরাফাত→ হঠাৎ তুই আমাকে তুমি করে বলছিস কেন??
নিলা→ বা রে। আগে থেকে প্রেকটিছ করে রাখছি তুমি বলে।
আরাফাত→ আগে থেকে প্রেকটিছ মানে?? পাগল হয়ে গেছস নাকি তুই।
নিলা→ বিয়ের পর যখন আমাদের বাচ্ছা-কাচ্ছা হবে তখন ওরা বাবা-মায়ের তুই বলা দেখলে এই বাজে ব্যবহার টা শিখবে তাই আগে থেকে তুমি বলে প্রেকটিস করছি।
আরাফাত→ এই দেখি তর ঘাড়ের চুল গুলো একটু সরা ত।
নিলা→ কেন?? আদর করবে নাকি??
আরাফাত→ জ্বি না। দেখবো তর ঘাড়ে কতটা ভূত ভর করেছে।
নিলা→ এই বেশি কথা বলো না। আমি কিন্তু সব জানি। হুমমম।
আরাফাত→ কি জানস??
নিলা আরাফাতের ডাইরি আরাফাত কে দেখাতেই আরাফাত সেটা ঝাপটে নিলো।
আসলে আরাফাতের ডাইরি তে লিখা ছিল যে আরাফাত নিলা কে ভালবাসে। আর নিলা সেটা পড়ে জানতে পারলো যে নিলাকে আরাফাত কতটা ভালবাসে।
নিলার হাতে ওই ডাইরি টা আরাফাত দেখে কেমন জানি একটা হয়ে গেলো।
নিলা→ কি?? এতক্ষণ ত খুব বলেছিলে আমার ঘাড়ে ভূত ভর করেছে। এখন কি তর ঘাড়ে পেত্নী ভর করেছে নাকি যে একেবারে চুপ হয়ে গেলি। আরে বুদ্ধু রামছাগল একটা। আমাকে আগে জানাও নি কেন আমাকে ভালবাসো।
আরাফাত → যদি বন্ধুত্ব টা নষ্ট হয়ে যায় সে ভয়ে।
নিলা→ আমি যে তোমাকে ভালবাসি সেটা আমার চোখ দেখে বুঝনা??
আরাফাত→ তাহলে আগে তুই আমাকে বললি না কেন যে আমাকে ভালবাসিস।
নিলা→ জানো না? মেয়েদের বুক ফাটে ত মুখ ফুটে না। এখন ত সব জানাজানি হয়ে গেছে। এখন আমাকে propose করো।
আরাফাত→ হেসে হেসে বললো তুই কি আমার বাচ্ছার মা হবি??
নিলা→ না হবো না।
আরাফাতঃ- কেন (মন কারাপ করে)
নিলাঃ- আমার বাচ্ছা-কাচ্ছার বাবা এত অভদ্র হবে না যে ওদের বাবা ওদের মা কে তুই করে বলবে। (মুখ বাকা করে)
আরাফাতঃ- আচ্ছা বাবা আর হবে না। এই কান ধরছি। তুমি কি আমার বাচ্ছার মা হবে??
নিলাঃ- আচ্ছা হবো তবে "ইয়ে" করার পর( জোড়ে হেসে)
আরাফাতঃ- "ইয়ে" টা আবার কি??
নিলাঃ- "ই" য়ের জায়গায় "বি" বসিয়ে নাও।
আরাফাতঃ- "ই" এর জায়গায় "বি"।মানে "ইয়ে"="বিয়ে"।
নিলাঃ- হুমম। এইতো good boy.এক্কেবারে আমার বাচ্ছার বাবার মতো বুদ্ধি।
আরাফাতঃ- তরও ত বুদ্ধি কম না।
নিলাঃ- কি?? আবার তুই করে বলছো। তবে রে...............
আরাফাতঃ- না তুই না তুমি। বলে সামনের দিকে দৌঁড় দিলো।
আর নিলাও ওর পিছন পিছন ছোটছে আরাফাত কে কানমলা দিবে বলে তুই বলার অপরাধে।
...
..
. ( এই রকম ভালবাসা চলবে)↓↓↓
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০১৬ রাত ১২:৩০
হাবিব শুভ বলেছেন: আমি ত আপত্তিকর কোন মন্তব্য করি নি। তাহলে মুছে ফেলা হলো কেন??