নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেউ চিরদিন বেঁচে থাকে না তবু কেউ কেউ বেঁচে থাকে।

হাবিব শুভ

হাবিব শুভ › বিস্তারিত পোস্টঃ

"ব্যাঙ বিশেষণ"

৩০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

আজকে একটা ব্যাঙ এর পাশের সিটে বসে গাড়ি করে এলাম :-P :-P
ব্যাঙ বলতে একটা মেয়েকে বুঝাইলাম যে আমার পাশে বসে আসছিল। মেয়েটি আমার পাশে বসার পর থেকে তিন টা কল আসল।
প্রথম কল :- Hello sweetheart বলো। কি করছো?? যার সাথে কথা বলছিল তার কথা আমি শুনি নি। তারপর কিছুক্ষণ কথা বলার পর হঠাৎ বলল এই রাখি আব্বু ফোন দিছেন। ওকে রাখি পরে কথা হবে। বাই। বলে ফোন রেখে দিল।
দ্বিতীয় কল :- হে sweetheart বলো আসলে আব্বু ফোন দিছিলেন তাই ওয়েটিং এ ছিল। আমি ব্রু কুঁচকিয়ে অবাক হলাম। তারপর আরেক টা কল। মেয়েটি বলল এই রাখি ভাইয়া ফোন দিছেন। আসলে বাড়ি থেকে খুব গাইড থেকে তাই বাড়ি থেকে বার বার ফোন আসে।কিছু মনে করো না হে।রাখি উম্মা উম্মা বাই।
তৃতীয় কল :- hello sweetheart কি করছো এতক্ষণ ধরে তোমার ফোনের ওয়েট করছি আর তুমি ফোন দিচ্ছ না।আমাকে আজ কাল ভুলেই যাচ্ছ।
এ কথা শুনে ত আমি পুরাই হালুয়া বনে গেছি। কি কয় মাইয়াটা।
অতঃপর গাড়ি থামল মানে destination এ এলাম। ত গাড়ি থেকে নামার সময় তাড়াহুড়া করে মেয়েটার সাথে ধাক্কা লাগে। মেয়েটা রেগে গিয়ে আমাকে বলে কি ব্যাপার আপনি মানুষ চোখে দেকেন না?? ধাক্কা দিচ্ছেন কেন?? আমি বললাম কই আমি ত কোন মানুষের সাথে ধাক্কা লাগি নি। মেয়েটি বলল আমাকে চোখে লাগে না?? আমি বলল আপনি মানুষ?? আমি ত মনে করেছি আপনি ব্যাঙ। কারণ ব্যাঙের তিনটা হার্ট থাকে। আর আপনার ও তিনটা হার্ট। মানুষের একটা হার্ট থাকে। মেয়েটি রেগে গিয়ে শ্যাম বর্ণ চোখ টা রক্ত বর্ণ করার আগেই আমি জায়গা প্রস্তাণ করলাম।আর ব্যাঙ এর আক্রমণ থেকে নিরাপদ জায়গায় চলে গেলাম :-) :-)
( এটা কোন মেয়েকে মিন করে লিখি নি। এইরকম অনেক মেয়ে যেমন আছে ঠিক তেমন ই এইরকম ছেলেও আছে)

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

চাঁদগাজী বলেছেন:



আপনি মেয়েটা সম্পর্কে কিছুই জানেন না, কিন্তু নিজকে বিরাট পন্ডিত বানাচ্ছেন, আপনি সব বুঝেন; সাথে সাথে মেয়েটাকে ব্যাং ডাকছেন; আপনার মতো লোক মোটামুটি অপদার্থ ও সমাজের জন্য বোঝা।

৩০ শে জুলাই, ২০১৬ রাত ৮:৩৫

হাবিব শুভ বলেছেন: আপনি কতবড় অপদার্থ তা আপনার কমেন্টেই বুঝা যাচ্ছে। প্রথমে আপনি ভালভাবে জানতে চাইতে পারতেন যে ঘটনা কি কিংবা সুন্দর ভাষায় কোন একটা কিছু বলতেও পারতেন। কিন্তু আপনি প্রথমেই আপনার কম অপদার্থতার পরিচয় দিয়েছেন। অবশ্য নিজেকে বেশি পণ্ডিত ভাবলে যা হয় আর কি।
এইবার শুনেন আসল ঘটনা। যে মেয়ে সম্পর্কে আমি বলেছি সে মেয়েকে আমি ভালভাবেই চিনি। মেয়েটি আমার কলেজ ফ্রেন্ড। এখন অবশ্য বিয়ে হয়ে গেছে। মেয়েটির অনেক গুলো প্রেমিক ছিল। আমাদের সামনেই একটার পর একটা প্রেমিকের সাথে কথা বলতো, ডেটিং এ যেত। আমি সেই মেয়ের সম্পর্কেই বলেছি খুব ভালভাবে জেনেই। এই হলো মূল ঘটনা।
শুনেন মিঃ পন্ডিত অপদার্থ। কারো সম্পর্কে নেগেটিভ কমেন্ট করার আগে অবশ্যই ভেবে বলবেন। এমন কিছু করে নিজেকে পন্ডিত ভাববেন যেটায় আপনার সম্মান বাড়ে না বরং কমে। আশা করি বুঝতে পেরেছে পন্ডিত অপদার্থ।অবশ্য আপনার মতো অনেক অপদার্থ সমাজে আছে যারা শুধু অন্যকে অপদার্থ ভাবে। আর নিজে আয়নার সামনে দেখে না যে সে কতটা অপদার্থ।

২| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ১০:৩৫

চাঁদগাজী বলেছেন:



এখন ভুতের মতো হাজার গল্পের অবতারণা করবেন। আপনার কলেজ ফ্রেন্ডের সাথে ধাক্কা খেলে কেউ এভাবে কথা বলে? অফ যান,

৩০ শে জুলাই, ২০১৬ রাত ১০:৫৮

হাবিব শুভ বলেছেন: আরে দূর মিয়া আবাল। দূর হন। আপনাকে গল্পটা বিশ্বাস করিয়ে আমার লাভ কি। বিশ্বাস করতে কে বলেছে। আমার সত্যতা আমার কাছে থাকুক। আমি মেয়েটির বাজে কারেক্টারের কথা তুলে ধরেছি। হে সাথে কিছু আগ পিছ বাড়াইছি। এমন ভান করছেন যেন আমার এই লিখাটা মিথ্যা। আরে এই আবাল এই যুগে এইরকম ঘটনা অহরহ ঘটছে। আপনি অপদার্থ তাই চোখে হয়তো পড়ে নি।

৩| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ১০:৩৫

চাঁদগাজী বলেছেন:



এখন ভুতের মতো হাজার গল্পের অবতারণা করবেন। আপনার কলেজ ফ্রেন্ডের সাথে ধাক্কা খেলে কেউ এভাবে কথা বলে? অফ যান,

৪| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ১০:৪৮

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ :-P

৩১ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৩৬

হাবিব শুভ বলেছেন: :-P

৫| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ১১:২৭

তাসজিদ বলেছেন: কি আর করা। ডিজিটাল যুগ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.