নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেউ চিরদিন বেঁচে থাকে না তবু কেউ কেউ বেঁচে থাকে।

হাবিব শুভ

হাবিব শুভ › বিস্তারিত পোস্টঃ

:) এ স্মাইলিং কাব্য :)

২০ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১২

ক্রিং ক্রিং ক্রিং হচ্ছে রিং, ফোন দিয়েছেন উনি,
হেসে হেসে আমার হৃদয় কাড়েন, তাই নাম দিয়েছি খুনি।
সেভ করেছি নাম্বার আমি 121 নামে,
ধরা খাওয়ার বাবা নেই শখ, এই দুই নম্বর কামে।
ফোন তুললাম হেলো বললাম, ঘুম ঘুম ঐ চোখে,
সকাল সকাল মন টা আমার ভরে গেলো সুখে।
আই লাভ ইউ বলার পর দিলেন একটা কিস,
উনি আবার খুব রোমান্টিক, নাম্বার ওয়ান চিজ।
আমি বললাম, লাভ ইউ টু, জান, সুয়িট হার্ট,
আমার সাথে তুমি কখনো, করো না সম্পর্ক কাট।
উনি বললেন কখনো না, করলাম গড প্রমিজ,
দরকার হলে পাড়ি দিবো সাত সমুদ্রের ব্রিজ।
শুনে আমার বুক থেকে হার্ট, করছে লাফালাফি,
এই বুঝি হায় পেলাম আমি আলাদিনের কূপি।
ফুলদানিতে ফুল সাজিয়েছি, হার্টধানিতে তুমি,
লাইফধানিতে করলাম তোমায় সকল থেকে দামী।
মা আসলেন হঠাৎ করে, নিয়ে চা এক কাপ,
তাড়াতাড়ি করতে হলো কল হেং আপ।
ফ্রেশ হয়ে, চা খেয়ে করলাম ফেইসবুকিং,
উনার ম্যাসেজ সবার আগে করলাম কুয়িক্লি চেকিং।
স্ট্যাটাস দিলাম ওয়ালে গিয়ে ফিলিং আমার লাভ,
কমেন্টস করা হলো শুরু, আর মারিস্ না ভাব,
আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া,
মন কবে তর হয়েছে চুরি, কে এই চোরা??
রিপ্লে দিলাম শাইনিং মুডে-
স্মাইলিং ইমোশন কুডে, :)
মন ত আমার হয়েছে চুরি, করেছেন আমার উনি,
যার প্রেমে পুরোটা আমি হয়েছে মোহে খুনি।
সবাই বলে ফেঁসে গেলে, দিল্লিকা লাড্ডুর জালে,
বুঝবে মজা, পাবে সাজা, এই লাড্ডু খেলে।
খুব সাবধান! নেই সমাধান এই ভয়ঙ্কর রোগের,
এইডস ধারীদেরও আছে ভবিষ্যৎ,শুধু নেই এই ভাগের। :(

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩২

ভ্রমরের ডানা বলেছেন: মহা মজার কবিতা! হা হা হা! ভাল্লাগসে!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৬

হাবিব শুভ বলেছেন: :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.