নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেউ চিরদিন বেঁচে থাকে না তবু কেউ কেউ বেঁচে থাকে।

হাবিব শুভ

হাবিব শুভ › বিস্তারিত পোস্টঃ

রম্যঃ- ল্যাপটপ ফ্যাক্ট :P

২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৩৯

এক ছেলে নতুন ল্যাপটপ কিনে তা ব্যাগে করে বাড়ি যাচ্ছিলো-
পথে দুঃসম্পর্কের চাচার সাথে দেখা হলো। উনি সবসময় অন্যকে পচানোর ধান্ধায় থাকেন। সবসময় অন্যের জিনিষ ছোট করে দেখা উনার হেবিট।
চাচা ছেলেটি কে ব্যাগ সমেত দেখতে পেয়ে বললেন,
বাতিজা ব্যাগ নিয়ে কোথায় থেকে ফিরছো???
ছেলেঃ- চাচা। আমি নতুন ল্যাপটপ কিনেছি। ব্যাগে ল্যাপটপ টা নিয়ে বাড়ি ফিরছি।
চাচাঃ- ও আচ্ছা! শীত আসার আগেই ল্যাপ নিয়ে হাজির হচ্ছো?? আমি ত ল্যাপ গায়ে দেই না। বিদেশী ব্রান্ডের কম্বল গায়ে না দিলে ঘুম ই আসে না।
ছেলেঃ- আসলে চাচা এই ল্যাপটপ সেই ল্যাপ না।
চাচাঃ- আহ! বুঝেছি এটা একটু দামী ল্যাপ। কিন্তু কম্বলের সাথে তুলনা করা যায় না।
ছেলেঃ- চাচা আপনি বুঝতে পারছেন না।
চাচাঃ- আমি বুঝেছি। আমি কি এত বোকা নাকি?? ভাতিজা আমি হাওয়ায় বুড়ো হয় নি। বয়সে বুড়ো হয়েছি।
ছেলেটি অন্য উপায় না পেয়ে ব্যাগ থেকে ল্যাপটপ বের করে দেখালো। আর বললো এই দেখেন এটা কি ল্যাপটপ।
চাচাঃ- মুখ বাকা করে বললেন, ও আচ্ছা। তা তোমার বাবা তোমাকে ল্যাপটপ কিনে দিয়েছে ?? আমার ছেলেকে ত আমি কম্পিউটার কিনে দিয়েছি।
ছেলেঃ- চাচা ল্যাপটপ ই হলো কম্পিউটার। এটা কম্পিউটারের একটা শ্রেণীবিভাগ।
চাচাঃ- আমি জানি না নাকি যে ল্যাপটপ ই কম্পিউটার?? আমাকে শিখাচ্ছ?? শোন এখন ডিজিটাল যুগ কম্পিউটার লাগে না। আমি আমার ছোট ছেলেকে দামী মোবাইল কিনে দিয়েছি। এটা কম্পিউটারের চাইতেও ভাল।
ছেলেঃ- চাচা মোবাইল ও এক ধরণের কম্পিউটার। যাকে বলে পামটপ।
চাচা এবার রেগে গিয়ে চলে গেলেন। একটু দূরে গিয়ে নিজেই নিজেকে বললেন, কি যুগ এলো রে বাবা, এ যুগে বড় দের কোন সম্মান দেয়া হয় না। একটু পড়ালেখা শিখে নিজেকে পণ্ডিত ভাবে।
#ল্যাপটপ ফ্যাক্ট :-P

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪২

কল্পদ্রুম বলেছেন: চাচা রকস্ B-)

২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫৬

হাবিব শুভ বলেছেন: :P

২| ২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:২৩

মার্কো পোলো বলেছেন:
চাচা হার মানলই না! :) মজা পেলুম।

২৫ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫৭

হাবিব শুভ বলেছেন: চাচা ভাঙবে তবু মচকাবে না

৩| ২৫ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৮

ছদ্দবেশি লৌকিক বলেছেন: হা হা হা।

২৫ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০১

হাবিব শুভ বলেছেন: :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.