![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিকিৎসা জগতে একজন স্মার্ট ডাক্তার হিশেবে Dr. mike একজন আলোচিত ব্যক্তি। ছেলেদের কাছে স্মার্ট হিশেবে আলোচিত হলেও মেয়েদের কাছে উনি ক্রাশ নামেই পরিচিত। মেয়েরা সুন্দর হলে ছেলেরা বলে সুন্দরী আর অতিরিক্ত সুন্দরী হলে উপমা দেয় অপরূপা, পরি, মায়াবতী ইত্যাদি। কিন্তু ছেলেরা সুন্দর হলে মেয়েরা বলে ক্রাশ। অনলি ক্রাশ। একদিন Dr. Mike উনার চেম্বারে বসে রোগী দেখছেন। হিশেব করলে দেখা যাচ্ছে সিরিয়ালে কমবয়সী মেয়ে রোগী বেশি। উনার কম্পাউন্ডার জিজ্ঞেস করলেন ভাই আপনার এত এত মেয়ে রোগী কিভাবে চেক আপ করেন??
Dr.Mike হেসে বললেন, আমি ওদের দেখি না। ওরা আমাকে এক নজর দেখে চলে যায়।
'ভাই ওদের রোগ টা আসলে কি??'
' রোগটা হলো ক্রাশ। '
আজকাল বর্তমান থেকে ভবিষ্যৎ এর দুনিয়া টা ক্রাশের উপর চলছে । উদাহরণ দেইঃ- ভার্সিটি থেকে ছেলে বা মেয়ে অনেক লেইট করে বাড়ি ফিরেছে। মা তার সন্তান কে জিজ্ঞেস করলেন কি রে এত লেইট করে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়লি কিছু খাবি না???
' না মা আমি আজ ক্রাশ খেয়ে এসেছি'
বার্থডে পার্টি কিংবা বিয়ে বাড়ি থেকে আসার পর পেটে ভিষণ গোলমাল দেখা দিচ্ছে। টয়লেট দুর্গন্ধে ভরে গেছে। টয়লেট থেকে বের হওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পরপর ই পেটে ঘুরঘুর ঘুরঘুর ডাক দিচ্ছে।
মা এসব দেখে সন্তান কে ম্যাট্রিল ঔষধ দিয়ে বললেন, এই নে এটা খেয়ে নে তাহলে পেটের সমস্যা কমবে। বিয়েতে কি এমন খেয়ে এলি যে পেটে এত সমস্যা করছে??
' আসলে মা আজ লোভ সামলাতে পারি নি তাই একটু ক্রাশ বেশি খেয়ে ফেলছি'
মা বললেন, একটু কম খেলেই ত পারিস। তাহে ত ম্যাট্রিলে কাজ দিবে না। এই নে ম্যাট্রিলের বদলে ক্রাশটিল খা। আমি আগেই ফার্মেসী থেকে আনিয়ে রেখেছি।
হঠাৎ পাঁচ তলা থেকে মা জুড়ে চিৎকার করলেন, হায়রে হায় আমার মেয়ের কি হলো রে....
আশেপাশের ফ্ল্যাট থেকে মানুষ দৌঁড়ে গিয়ে দেখল উনার মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে আর মুখ দিয়ে ফেনা পড়ছে। সবাই মেয়েটিকে হাসপাতালে নিয়ে গেলো,
ডাক্তার মেয়েটিকে দেখার পর বলবে, মেয়েটি খুব বেশি পরিমাণ ক্রাশ খেয়ে ফেলেছিল। ভাগ্য ভাল। যদি আরেকটু লেইট হতো তাহলে রোগী কে বাঁচানো যেতো না। আর খেয়াল রাখবেন যেন রোগী যেন আশেপাশের কোন ফ্ল্যাটে কিংবা ছাদে বেড়াতে না যায় তাহলে আবার ক্রাশ খেয়ে বড় কোন অঘটন ঘটতে পারে। চিন্তা করার কারণ নেই Now out of danger..।
Dr.Mike কম্পাউন্ডারের সাথে এসব আলোচনা করছিলেন। হঠাৎ এক ব্যক্তি উনার স্ত্রী কে অজ্ঞান অবস্থায় নিয়ে এলেন। Dr. Mike রোগী কে দেখে বুঝলেন প্রেগন্যান্সি কেইস। ইমারজেন্সি অপারেশন করতে হবে।
Dr. Mike অনেকক্ষণ পর অপারেশন থিয়েটার থেকে বের হয়ে বললেন, খুশির খবর অপারেশন সাকসেসফুল। আপনার ছেলে হয়েছে। তবে জ্ঞান এখনো ফিরে নি। এক্ষণি জ্ঞান ফিরে আসবে।
অল্পসময় পর মহিলাটির জ্ঞান ফিরে আসে। Dr. Mike মহিলাটির সুস্থতা যাচাই করার জন্য মহিলাটির সাথে কিছুক্ষণ আলাপচারীতা করলেন তারপর চলে গেলেন উনার চেম্বারে।
কিন্তু চেম্বারে যাওয়ার পর ই কম্পাউন্ডার এসে Dr.Mike কে একটা চিরকুট ধরিয়ে দিয়ে বললেন মহিলাটি মারা গেছেন।
Dr.Mike চিরকুট খুলে পড়ে দেখলেন, মহিলাটি উনাকে দেখার পর হার্টে কেমন কেমন করছিল। উনি তা সহ্য করতে না পেরে এক বোতল ক্রাশ খেয়ে আত্মহত্যা করলেন। চিরকুট টির একেবারে নিচে লিখে গেছেন "আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়"
.
বিষয়বস্তুঃ- ক্রাশ
#হাবিব_শুভ
০১ লা নভেম্বর, ২০১৬ রাত ১১:৩১
হাবিব শুভ বলেছেন: আমি ট্রাই করবো। ধন্যবাদ আপনার ইনফরমেশনের জন্য।
২| ০১ লা নভেম্বর, ২০১৬ রাত ১১:১৫
কালীদাস বলেছেন: সব তো মুটামুটি ভালই চলছিল, লাস্টে ক্রাশ জিনিষটা বোতলে ঢুকল কিভাবে বুঝলাম না
০১ লা নভেম্বর, ২০১৬ রাত ১১:২৯
হাবিব শুভ বলেছেন: ক্রাশ কে বিষের সাথে তুলনা করলাম
০১ লা নভেম্বর, ২০১৬ রাত ১১:৫৩
হাবিব শুভ বলেছেন: বিষের সাথে তুলনা করে বলেছি এক বোতল ক্রাশ মানে এক বোতল বিষ
৩| ০২ রা নভেম্বর, ২০১৬ ভোর ৪:০৬
রক্তিম দিগন্ত বলেছেন:
হাহাহা।
ক্রাশট্রিলের দ্রুত বাজারজাত করণ চাই। তাতে হয়তো ফেবুতে মেয়েদের থেকে ক্রাশ ক্রাশ শব্দটা কম দেখতে হবে।
০২ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫৫
হাবিব শুভ বলেছেন: ফেবু তে ঢুকলেই কোন না কোন মেয়ে একটা স্ট্যাটাস দিবেই ক্রাশ লিখে
৪| ০২ রা নভেম্বর, ২০১৬ দুপুর ২:১৬
মেহেদী রবিন বলেছেন: এখন আর ফরমালিন নাই। শুধু ক্রাশ
০২ রা নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩০
হাবিব শুভ বলেছেন: কয়েকদিন পর চলে বদলে ক্রাশ আমদানি-রপ্তানি করতে হবে। বাংলাদেশের মেয়েরা বেশি ক্রাশ খায় তাই তাদের জন্য ক্রাশ আমদানি করতে হবে
৫| ১৮ ই মে, ২০১৯ রাত ৯:৫১
আর্কিওপটেরিক্স বলেছেন: কিসের ভিতর কি, পান্তা ভাতে ঘি
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১৬ রাত ১০:৪৩
সুমন কর বলেছেন: আপনার পরিসংখ্যান:
মন্তব্য করেছি: ১২৫টি
মন্তব্য পেয়েছি: ২১৯টি
৩ মাস ২ সপ্তাহে ৮২ টি পোস্ট !!!
শুধু পোস্ট দিলেই কি হবে !!! আপনি যে ব্লগিং করতে চান, আগে তো সেটা সবাইকে জানাতে হবে।।।
কিছু মনে করবেন না। এমনি মনে হলো, তাই কথাগুলো বললাম।