নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেউ চিরদিন বেঁচে থাকে না তবু কেউ কেউ বেঁচে থাকে।

হাবিব শুভ

হাবিব শুভ › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ- শুধুমাত্র আমি প্রেমিক বলেই...........

১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩৫


আমি যদি প্রেমিক না হয়ে হতাম শিক্ষক,
তোমার বর্ণমালায় শিখাতাম মাত্র চারটা অক্ষর,
অন্যান্য বর্ণমালা না শিখানোর দায়ে হয়তো আমার চাকরি যেত,
আমি যদি প্রেমিক না হয়ে হতাম রূপকথার ডাইনি বুড়ির রাক্ষস কিংবা ভক্ষক,
তোমায় মুহূর্তেই গিলে খেতাম কিংবা ছিঁড়ে খেতাম,
সবাই দেখলে আমায় ভয়ে মরত।
আমি যদি প্রেমিক না হয়ে কোন ঋষি-মুনি হতাম,
তাহলে তোমায় বাধ্য করতাম আমার তীর্থবাসে,
যদি প্রেমিক না হয়ে হতাম ফেরারি কোন খুনি তাহলে আমার হাত ক্ষান্ত হত তোমার রক্তাক্ত লাশে।
যদি প্রেমিক না হয়ে পশু হতাম,
তাহলে তোমায় বস্রহীনা করতাম,
যদি ঝড় হতাম তাহলে তোমার লণ্ডভণ্ড করে দিতাম।
আমি যদি প্রেমিক না হয়ে আগুন হতাম,
মুহূর্তেই শুরু হত দাবানল, তুমি হয়ে যেতে ছারখার,
যদি প্রলয়ঙ্করী কোন দুর্যোগ হতাম তাহলে তোমায় উদ্বাস্তু করে দিতাম বারবার।
যদি প্রেমিক না হয়ে হতাম লেখক,
তোমার জীবনে নামিয়ে দিতাম ঘোর অন্ধকার,
যদি হতাম গায়ক,
সুর দিয়ে দিতাম তোমায় বিচ্ছেদের ডাক।
যদি আমি প্রেমিক না হয়ে আরও অন্যকিছু হতাম তাহলে তোমার জীবনেও ঘটতে পারতো অনাকাঙ্ক্ষিত যেকোন কিছু,
কিন্তু আমি ত প্রেমিক ,
শুধু মাত্র আমি প্রেমিক বলেই,
হাতে তুলে নিতে পারিনা অস্র,
কেড়ে নিতে পারি না বস্র,
পারিনা বাধ্য করতে তোমার অমতে কিছু,
শুধুমাত্র আমি প্রেমিক বলেই, তুমি চলে যাও বারবার আর আমি নির্বিকার থাকি তোমার পথচলায়,
আর করি আজন্ম অপেক্ষা,
শুধু অপেক্ষা আর ভাবি,
যদি সে আসে, কোনকালে যদি সে ফিরে আসে।

মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩৬

অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর.........

১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩৮

হাবিব শুভ বলেছেন: ধন্যবাদ

২| ১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩৭

মো: হাফিজুল ইসলাম হাফি বলেছেন: অসাধারণ!!!!!!!

১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩৯

হাবিব শুভ বলেছেন: ধন্যবাদ

৩| ১৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১৬

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার

১৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:২০

হাবিব শুভ বলেছেন: ধন্যবাদ

৪| ১৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:২৫

রাজু আহমেদ তন্ময় বলেছেন: চমৎকার লেগেছে ++

১৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:২১

হাবিব শুভ বলেছেন: ধন্যবাদ

৫| ১৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩১

ধ্রুবক আলো বলেছেন: যদি প্রেমিক না হয়ে পশু হতাম,
তাহলে তোমায় বস্রহীনা করতাম,
প্রেমিকারা এতো গভীর চিন্তার কথা বুঝে না!!

কবিতায় ++++ দারুন লিখেছেন

১৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:২২

হাবিব শুভ বলেছেন: ্রেমিকারা বুঝলেউ না বুঝার ভান করবে ভাই

৬| ১৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৩

আরণ্যক রাখাল বলেছেন: অস্ত্র ও বস্ত্র বানানদুটি ঠিক করে নিন।
সুন্দর লিখেছেন।

১৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:২৪

হাবিব শুভ বলেছেন: ধন্যবাদ ভাই। আমি কী-বোর্ড প্রবলেমের জন্য যুক্ত বর্ণ গুলা ভুল হয়ে গেছে। অনেক ধন্যবাদ

৭| ১৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:০৩

জাহিদ অনিক বলেছেন: ইশ !!!!!!!!!!!!!!!! আমি যদি প্রেমিক হতাম !!!!!!

১৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:২৬

হাবিব শুভ বলেছেন: আর আমি যদি প্রেমিক না হতাম্‌

৮| ১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:২৬

হাবিব শুভ বলেছেন: ধন্যবাদ ভাই। আপনাকে সবসময় পাশে পাই।

৯| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ১০:১৯

উম্মে সায়মা বলেছেন: ভাগ্যিস আপনি প্রেমিক :P
সুন্দর লিখেছেন। শুভ কামনা.....

১৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:২৭

হাবিব শুভ বলেছেন: প্রেমিক না হলে সর্বনাশ হয়ে যেত

১০| ০৫ ই মে, ২০১৭ রাত ১১:৪৬

নাদিম আহসান তুহিন বলেছেন: বাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.