![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অকাতরে গাছ কাটা আত্মহত্যার শামিল । গাছ আমাদের খাদ্য দেয় , অক্সিজেন দেয় ।
আমাদের দেশে যতটুকু গাছ থাকার কথা ছি ল তা নেই , অনেক কম আছে ।আমাদের বাতাসে দূষন আছে । এভাবে অকাতরে গাছ কাটলে তার ক্ষতি যারা কাটছে তাদের উপরেও পরবে । গাছ কাটা এবং গাছ লাগানো ২ টার ইফেক্টই গ্লোবাল ।
জামাত শীবিরের এই অকাতরে গাছ কাটার বিরুদ্ধে আমাদের রুখে দারান উচিত । মানব বন্ধন বা র্যালি জাতীয় কিছু করা যায় । আপ্নারা সবাই বল্লে উদ্দ্যোগ নিতাম ।কি বলেন ব্লগারস ??
২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
পাঠক১৯৭১ বলেছেন: তাদেরকে গাছর মত কেটে ফেলতে হবে।
৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৩
রেন বলেছেন: বাড়ীর আশে পাশে মাথাপিছু ৫০ টা করে গাছ লাগান।
দেখি জামাত শিবির কত গাছ কাটে।
ওরা ১০ টা গাছ কাটতে কাটতে আমাদের ১০০ গাছ লাগানো হয়ে যাবে।
আমরা জিতব! :>
৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৫
সাইবার অভিযত্রী বলেছেন: একটি উন্নত দেশপ্রেমিক পোস্ট। দেশে জামাত গাছ কাটে কয়টা ?
আর মানুষ খুন হয় কয়টা ? মানুষ কাটাকুটি দেখতে কেমন লাগে ভাই ?
মানুষ ভর্তা ? রানা প্লাজা ?
মানুষ ফ্রাই ? বাসে আগুন ?
৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৭
হাবীব_ফরিদপুর বলেছেন: সত্যিকারের বলছি । আমি খুবই সিরিয়াস গাছ কাটা বন্ধ করতে ।
৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২২
এই আমি সেই আমি বলেছেন: উপরে কিছু স্টুপিড কে জামাতের গাছ কাটার সমর্থনে ইনিয়ে বিনিয়ে নানা চালাকির আশ্রয় নিতে দেখলাম ।
হাদিসে আছে , তোমার হাতে একটি চারাগাছ থাকা অবস্থায় যদি কেয়ামত শুরু হয়ে যায় তারপরও তুমি চারাটি তুমি রোপণ করে নিও ।
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
দ্যা ফ্রীল্যান্সার বলেছেন: একটি উন্নত দেশপ্রেমিক পোস্ট। অথচ কোন ব্লগারের একটা টু-শব্দ নেই এই পোস্টে। আমার বিশ্বাস আজকের সামুব্লগে ৯৫% ব্লগার জামাতের পেইড ব্লগার।
পোস্টদাতাকে আমার অনুরোধ এটা নিয়ে কিভাবে আগানো যায় সেই বিষয়ে কিছু বলতে।