![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Hello There! Welcome to The Bangla Blog of Koushik Raj (Halim Mazi Koushik)
তাই ব্লগেও লিখলাম ......বড় দুঃখ-ভারাক্রান্ত মন নিয়ে ফেসবুক থেকে বিদায় নিলাম, :-(
কতদিনের জন্য বা কবে ফিরবো জানিনা।
.....একটা ব্যাপার কিছুতেই বুঝতেছিনা যে, আমি ই কি পরিবেশ টার অযোগ্য? না......পরিবেশ টা আমার......!?! :-|
কেন এমন হয়ে যাচ্ছে সব কিছু।
#কারনে-অকারনে অনেকেই আমাকে কি ভাবে, আর কি ভেবেই বা এরকম করছে,
....তা একমাত্র যারা করছে আর ঐ উপরওয়ালা জানেন।
ভূলবশত: কারো কিছু ক্ষতি করে ফেললাম কিনা তাও তো জানিনা।
#এমন_কেউ কি নেই আমার #অপরাধ_টা_আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়ার মতো যে, কি আমার অপরাধ.....????
হায় রাব্বা...!!! ক্ষমা করো
©somewhere in net ltd.