নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"ঘৃণিত এবং নিন্দিত অমানুষ\"

কৌশিক রাজ

Hello There! Welcome to The Bangla Blog of Koushik Raj (Halim Mazi Koushik)

কৌশিক রাজ › বিস্তারিত পোস্টঃ

আইসিসির র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ৬

১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

আজ থেকে অল্প কয়েক বছর আগেও আমাদের ক্রিকেট যখন পরাজয়ের রাহু গ্রাসে জর্জরিত ছিলো, যখন আমাদেরকে খেলতে হতো সম্মানজনক পরাজয়ের জন্য অথবা বড় দলগুলোর বিপক্ষে আমাদের কষ্টার্জিত সাফল্যকে বলা হতো দূর্ঘটনা, সেই দিনগুলোতে কি আমরা ভাবতে পেরেছিলাম, কোন একদিন ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা, পাকিস্তানের মত বাঘা বাঘা দলকে পেছনে ফেলে আমরা র‌্যাঙ্কিংয়ে এগিয়ে যেতে পারবো? সত্যি বলতে, এমনটা ভাবা আমাদের পক্ষে ঠিক অনুকুল ছিলো না, তবে সকলের প্রচন্ড আত্মবিশ্বাস ছিলো যে একদিন আমরা সফল হবোই। সেই দিনের লক্ষ্যে আমাদের জাতীয় ক্রিকেট দলকে আমরা চোখবন্ধ করে সমর্থন করে গেছি, ক্রিকেটাররা আরো বেশি বেশি পরিশ্রমী করেছে, আমাদের ক্রিকেট বোর্ড সঠিক পরিকল্পনা গ্রহন করেছে এবং সাধ্যমত চেষ্টা করেছে সকল সুবিধা বৃদ্ধি করার। দলীয় এবং ব্যক্তিগত নৈপূন্যের একটি সমন্বয় গত কয়েক বছরে আমাদের ক্রিকেটে আমরা দারুনভাবে লক্ষ্য করেছি। ফলে সাফল্য ধরা দিয়েছে। বাংলাদেশ এই প্রথমবারের মত আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউ জিল্যান্ডকে হারিয়ে নিশ্চিত হয়েছে বাংলাদেশের ছয়ে ওঠা। আইসিসির পরবর্তী র‌্যাঙ্কিং হালনাগাদে এটি পাবে আনুষ্ঠানিক রূপ। নিউ জিল্যান্ডকে হারানোর পর বাংলাদেশের রেটিং পয়েন্ট শ্রীলঙ্কার সমান ৯৩। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে ছয়ে বাংলাদেশ, শ্রীলঙ্কা নামছে সাতে। র‌্যাঙ্কিংয়ে এগোনোয় ২০১৯ বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার পথেও অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়ের মুহুর্তে বাংলাদেশ ক্রিকেট দলকে সামহোয়্যারইন ব্লগের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাদের প্রতি কৃতজ্ঞতা শত সমস্যার মাঝেও ১৬ কোটি মানুষকে একটু নির্ভার হাসির উপলক্ষ করে দেয়ার জন্য। আমরা তোমাদের জন্য গর্বিত।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: টাইগারদেরকে শুভেচ্ছা

১৪ ই জুন, ২০১৭ সকাল ৮:২০

কৌশিক রাজ বলেছেন: ধন্যবাদ!

২| ১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

কাছের-মানুষ বলেছেন: অভিনন্দন বাংলাদেশ টিমকে।

১৪ ই জুন, ২০১৭ সকাল ৮:২০

কৌশিক রাজ বলেছেন: ধন্যবাদ!

৩| ১৩ ই জুন, ২০১৭ রাত ৮:০১

উম্মু আবদুল্লাহ বলেছেন: ছয়ে মনে হয় আগেও একবার ছিল।

টেস্ট, টি টুয়েন্টি - এইসবের অবস্থা বেশী সুবিধার নয়। ঘরোয়া ক্রিকেটকে সেভাবেই ঢেলে সাজানো প্রয়োজন।

যে সময় পেয়েছে বাংলাদেশ তাতে আরো উন্নতি করার কথা।

১৪ ই জুন, ২০১৭ সকাল ৮:২২

কৌশিক রাজ বলেছেন: আপনার পরামর্শের জন্য ধন্যবাদ!

৪| ১৫ ই জুন, ২০১৭ সকাল ৭:১৫

বুবলা বলেছেন: আগামীকাল ভারত বাংলাদেশ খেলা। তার আগে জেনে নিন পৃথিবীতে সবথেকে বেশি ফেসবুকে বিনোদন দেয় বাংলাদেশীরা ঠিক কেমন হয় :-

(1) এরা দেখতে অনেকটা মানুষের মত। এদের জাতীয় পোশাক হলো লুঙ্গি আর জাতীয় গাড়ি হলো রিক্সা। এরা লুঙ্গি পরে রিকশা চালাতে চালাতে ভাবে এরা সিঙ্গাপুরের আকাশে হাওয়াই জাহাজ চালাচ্ছে।

(2) এদের ঘরের পিছনের বাঁশ গাছ গুলিকে এরা পৃথিবীর ভয়ঙ্কর মিসাইল ভাবে। কলাগাছের ভেলা গুলি কে এরা সাবমেরিন ভাবে। বাটুল কে পৃথিবীর ভয়ঙ্কর তম বন্দুক মনে করে। এরা ওই অস্ত্র নিয়ে বিশ্বজয়ের স্বপ্ন দেখে।

(3) এরা নিজের দেশের সিনেমা বাদে এরা ভারতের হিন্দি, বাংলা এমনকি ডাবিং করা তামিল তেলুগু সিনেমা দেখতেও হামলে পড়ে। "বাহুবলি ২" দেখার জন্য শুধু ভারতে আসে। আর বলে "ভারতের সিনেমা তো শুধুই যৌনতা"।

(4) এদের ঘরে ঘরে বাংলা সিরিয়াল চলে, দেখা নিয়ে ঝগড়া, সেখান থেকে আত্মহত্যাও হয়। আর বলে "কোলকাতার বাঙালিরা বাঙালি ক্যামনে হয়"।

(5) হিন্দি সিনেমা দেখে, হিন্দি এমনকি পাঞ্জাবি গান শুনে নেচে, হিন্দি সিরিয়াল দেখে, এরা ফেসবুকে আমাদের উদ্দেশ্যে কমেন্ট করে "তুরা বাঙালি হলি কিরে, তুরা তো হিন্দুস্তানি, হিন্দি শুন গিয়া"

(6) ভারতীয় দলকে, বিসিসিআইকে "চুর চুর" বলে গালি দেয়। অথচ ভারতের সব ম্যাচ, এমনকি আফগানিস্তানের বিরুদ্ধে হলেও পুরো বসে দেখে। আবার আইপিএল দেখতে লাইন লাগিয়ে বসে। আর এদের ক্রিকেটাররাও লাইন দিয়ে বসে থাকে আসার জন্য, তাতে চান্স পাক কি জলের বোতল বয়ুক।

(7) রেন্দিয়া, গরুস্তান, গরুর দ্যাশ, মালুর দ্যাশ, ফেসবুকে এইসব গালি দিয়ে শেষে চিকিৎসা করাতে, চাকরি, উচ্চশিক্ষা বা বেড়াতে আসার জন্য এদের সিংহভাগ সেই ভারতে আসার জন্যই লাইন দেয়।

(8) নিজের দেশের পন্য না কিনে এরা আমদানি করা ভারতীয় পন্য খোঁজে, আর ফেসবুকে কমেন্ট করে "আমাগো সরকার আমাগো দেশটারে ভারতের একটা রাজ্য বানাইয়া ফেলতাসে"।

৫| ১৫ ই জুন, ২০১৭ সকাল ৭:১৫

বুবলা বলেছেন: আপনারা বাংলাদেশীরা " বিরাট কোহলো ঢাকার রাস্তাতে জুতো সেলাই করছে "" এই সব পোস্ট করছেন। তার পাল্টা ভারতীয়রা উপরিউক্ত পোষ্টগুলি করছে, বলি হচ্ছেটা কি?? এভাবে কাদা নিয়ে খেলা বন্ধ হও্য়া দরকার,
বাংলাদেশ যতই খেলুক না কেনো ভারতের সমান হতে গেলে কয়েক যুগ লেগে যাবে, বাংলাদেশ যে কটা জিতেছে সেগুলো বেশির ভাগ ফ্লুক, গত বিশ্বকাপে বাংলাদেশের সংগে ডিসিশান নিয়ে অবিচার হয়েছে এটা মেনে নিয়ে বলছি ভারতের সংগে বাংলাদেশ পাড়বে না। গত বিশ্বকাপে বাংলাদেশের সংগে ডিসিশান নিয়ে অবিচার দেখে আমাদের খুব খারাপ লেগেছিলো এটা ভেবে যে বাংলাদেশের মত দলকে হারাতে গিয়ে ভারতের গায়ে জোচ্চুরি করার কলন্ক লাগল?? বান বাংলাদেশের ক্রিকেট নিয়ে যত বীরত্ব সোসাল মিডিয়ার মাঠে সব আয়ারাম গয়ারাম। সুতরাং ভারতের প্লেয়ারদের নিয়ে বাজে মন্তব্য করা থেকে বিরত থাকুন , নিজেরা নিজেদের ক্রিকেটের মান উন্নত করুন, তার পর ভারতের সংগে ক্রিকেটে লড়তে আসবেন
পা্ল্টা উত্তর দেবার আপানদের কিছুই নেই, দেখুন আজেকের ম্যচে ভারত কি ভাবে বাংলাদেশকে দুরমুশ করে।

৬| ১৫ ই জুন, ২০১৭ রাত ১০:২৩

বুবলা বলেছেন: কি বাংলাদেশিরা কোথায় মুখ লুকোবেন????? আপনারা হলেন কাগুজে বাঘ, বিরাট কোহলি ঢাকার রাস্তাতে জুতো সেলাই করছে এই ফটো দিয়েছিলেন না??? কোহলি ঐ জুতো আপনাদের গলায় ঝুলিয়ে ঢাকাতে ফেরত্ পাঠিয়ে দিল, বলল দেখ কেমন লাগে??? এবারে কোন আম্পয়ার ম্যানেজ একচোখোমি করেছিল ??? আমাদের জাতীয় পতাকা কুকুরের গায়ে দিয়ে ফটো দিয়েছিলেন, এবার ঐ কুকুরের পেচ্ছাপ পান করে শুয়ে পরো, বাংলাদেশ একটা কথা প্রমান করল তেলাপোকার যতই পাখা গজাগ সে ফরফর করতে পারে কিন্তু বেশি দূর ওরবার কেরামতি তার নেই,
বাংলাদেশিরা আপনাদের একটা সাজেশান দি আপনাদের ক্রিকেটার দের ক্রিকেট ছেড়ে ডান্ডাগুলি খেলতে বলুন,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.