| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হামিদুর রহমান (পলাশ)
ভালো আছি, ভালো থেকো বাংলাদেশ। শীঘ্রই ফিরে আসব মা ও মাটির টানে। কারন সব মানুষের জীবন সমুদ্রে আসে সৌভাগ্যের জোয়ার, তার সুযোগ নেবার মধ্যে দিয়েই মানুষ তার আকাঙ্ক্ষিত সুখ আর সম্পদ লাভ করে, আর সেই জোয়ারের সুযোগ না নিতে পারলে জীবনের জয়যাত্রা দুঃখের চরে অবরুদ্ধ হয়ে যায়।
"নিত্য তোমাকে চিত্ত ভরিয়া স্মরন করি
বিশ্ব বিহীন বিজনে বসিয়া বরন করি
তুমি আছো মোর জীবন মরন হরণ করি।"
মম সুন্দরতম, আমার ভাললাগার ছোট অনুভূতি, ততোধিক ছোট সুখ অথবা আমার দুঃসহ একাকী জীবনের সহস্র কষ্টের ভগ্নাংশটুকু। আমি তোমার চোখের ভাষায়, ভাষাহীন অভিব্যক্তিতে। আমার শূন্য হৃদয় ভরে উঠে তোমার না বলা কথার ভালোবাসায়।
তুমি যে আমার সায়াহ্ন সৈকত। জীবনের এই যে প্রান্ত সীমায় এসে তোমাকে পেয়েছি। না, পেয়েছি ঠিক নয়, তুমিই আমায় কাছে টেনে নিয়েছো। চিরবঞ্চিত এই দুঃখি মানুষটাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছ তুমি। এ আমি কখনো স্বপ্নেও ভাবিনি। পরিবেশ পরিস্থিতিরগত কারনে এ রকম ভাবনার কোনো অবকাশও ছিল না। তোমার প্রতি আমার আগ্রহ তুমিই তৈরী করেছো খুবই ধীরে, ছিল না কোন উদ্দেশ্যপূন্য তাড়াহুড়ো। আমার পর্বত প্রমান কষ্টগুলো বিচ্ছিন্ন অথবা প্রাসঙ্গিক বর্ণনায় ছোট মানসিক আশ্রয় তোমার কাছে পেয়েছে এখনো পাই। অসীম শূন্যতার মাঝে এ এক পরম পাওয়া। সারা জীবনের বঞ্চনার এ হয়তো বিন্দুবৎ যৎসামান্য। তাতে কি, আমার অনুভবে তুমি অসামান্য। অসম্ভব এক সুন্দর মানুষ তুমি।
এক পরাজিত জীবন আমার। বিশ্বাসহীনতা আর প্রতারনার কালো দংশন আমার হৃদয়ে গভীর ক্ষত তৈরী করে দিয়েছে। কাধে জোয়াল টানা জীবনের জন্য অনিবার্য যুদ্ধের জটিল গলিপথ হাটতে গিয়ে হয়তো বারবার ভুল পথে গিয়েছি। সহযোদ্ধা ভেবে ভুল মানুষকে নির্বাচন করেছি। সময়ের আবর্তে স্মৃতি ধুলো জমেছে সেখানে। কোনোটা তিক্ত অভিজ্ঞতার ভান্ডার হয়েছে আবার কোনোটা বিস্তৃত হয়েছে। কারো সঙ্গেই তোমার তুলনা চলে না। তুমি নিজেই তোমার তুলনা। তুমি হয়তো সেই মানুষটি যাকে সারাটা জীবন ধরে খুজে বেড়িয়েছি। তুমি যে আমার কতোখানি জুড়ে থাকো, জুড়ে আছো তার কোনো ভাষা নেই। আর যেন আমি ভুল করার কষ্ট না পাই। আমৃত্যু যেন তোমার সংস্পর্শে থাকতে পারি। আমার দুঃসহ কষ্টের রোদন গুলো থিতিয়ে আছে বুকের ভিতর শুধু তোমার ভালবাসার প্রলেপে। তোমার মধ্যে অবিরত একটা চেষ্টা আছে আমার কষ্টগুলো ছুয়ে যাওয়ার।
তুমি আমাকে খানিকটা বদলে দিয়েছো এটা যেমন সত্য তেমনি কিছু নতুন কষ্ট যোগ করেছো এটাও রূঢ় সত্য। প্রায় নিজকে প্রশ্ন করি, কি চাই, কতোটুকু চাই। তোমারই বা দেবার ক্ষমতা কতোটুকু।
কর্তব্যের পাহাড় ডিঙানোর এক কঠিন সংগ্রাম করেছি জীবনের ফেলে আসা দিনগুলোতে যেখানে সফলতার চেয়ে ব্যর্থতা, প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তির পাল্লা অনেক বেশী ভারী। বিজয়ের বদলে পরাজয়ের বেদনা - গ্লানি, প্রাপ্য সন্মানের বদলে অসন্মান বয়ে বেড়ানো প্রচন্ড ক্লান্তিকর দুঃসহ একাকী যাপিত জীবনে তুমি যেন আমার আধার রাতের শেষ প্রহরে কৃষ্ণপক্ষের ক্ষীয়মান চাঁদের আলো। ভেতরটা পূর্ণিমার ভরা জ্যোৎস্নায় উদ্ভাসিত। এ আলোর প্রাবনে আমার সকল আধাঁর ভাসিয়ে দিতে পারে না এটাই বাস্তবতা। তবু আমার সকল দুঃখ বেদনা তোমার নিজের ভেতর ধারন করার প্রচেষ্টা। তোমার কালিমামুক্ত মনন -চিন্তা, স্বচ্ছ জীবনবোধ আমার ভেতর ছড়িয়ে দিতে চাও। আমি বেচে থাকার প্রেরনা খুজে পাই তোমাতে। তুমি যথা সম্ভব চেষ্টা কর আমার কষ্টবোধ গুলোকে তোমার নিজের মতো করে মানিয়ে নিতে। এ আমার পরম পাওয়া তোমার কাছ থেকে। এক ছিন্নমূল মানসিক আশ্রয়হীনের একমাত্র যৌক্তিক ও মানবিক আশ্রয় তুমি। তোমার সাহচর্যে এ হতাশাগ্রস্থ আমি অনুপ্রানিত হই, সুস্থ থাকি। আমার মানসিক ও শারীরিক সুস্থতার পেছনে তোমার অবদান অসামান্য। তোমার অনাড়ম্বর সুশৃংখল, অতি সাধারন জীবনাচার তোমার প্রতি আমার শ্রদ্ধাবোধ শতগুন বাড়িয়ে দেয়। সদা শান্ত, ধীর - স্থির, সন্তূষ্টচিত্ত, অথচ প্রজ্ঞাময় গতি সম্পন্ন কাজ দেখি আর মুগ্ধ হই এবং তার মাঝে কিছুটা হলেও বিরাজ করি আমি। তোমার এ মহিমাম্বিত সংস্পর্শ থেকে আমাকে বঞ্চিত করো না কখনো।
নিশ্চয়ই আমি তোমার আরেকজন আপনজন...............................
করকমলে:.......................
গোলাম মোস্তফা খবিরকে, যে আমার ক্ষুদ্র জীবনের পুরোটা জুড়েই বিরাজমান এক সফল বন্ধুত্বের দাবীদার। আমার শোকে, আমার দুঃখে, আমার প্রতিষ্ঠায় যার সব অর্জন অকাতরে বিলিয়ে দিয়েছে কোন কিছু প্রত্যাশা না করে।
©somewhere in net ltd.