![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।
USA এর প্রতি
-------------------
USA কি চাও তুমি! বিশ্ব শান্তি –মানবতা,
নাকি ভূ-লুন্ঠিত হোক সভ্যতা ?
তা’হলে প্রকৃতির গালিচায়
বিছিয়ে দাও একগুচ্ছ মাইনের সারি
তোমার সৃষ্টিশীল কর্মের প্রশংসায়
উচ্ছ্বসিত পৃথিবীর তাবৎ কবিরা ।
ধরিত্রীর পেট ছিঁড়ে,বের হয়ে আসুক
নতুন প্রজন্ম,খোঁড়া-ন্যাংড়া
এক বিকলাঙ্গ -মানব জাতি।
USA কি চাও তুমি!
মানুষ –নাকি শুধু মাটি?
তা’হলে হাইড্রোজেন বোমার
বিস্ফোরণ ঘটিয়ে দাও,
মঙ্গল গ্রহের মত লাল হয়ে উঠুক
সমগ্র পৃথিবীর মাটি
যেখানে বিরামহীন শকটে তুমিই যাত্রী।
USA কি চাও তুমি!
ধনরাজি, মনিমুক্তা- নাকি তেলের বেসাতি?
তা’ হলে ইরাক, সিরিয়া অথবা সৌদি আরবে
সমগ্র-মধ্যপ্রাচ্যজুড়ে কঠিন ধাতবে মোড়ানো
তেলের টানেল পুতে দাও –বালিরাশীর তলে।
USA কি চাও তুমি!
মানুষ –নাকি কিছু কংকাল?
তা’হলে কিসের ভয়ে ভীত তুমি?
তুমি কি হিরোশিমা –নাগাসাকির শ্মশান থেকে
আত্মার ক্রন্দন শুনতে পাও?
ভিয়েতনামের কাদায় লাশের গন্ধ পাও,
উলঙ্গ নাপাম –বালিকা কি উর্ধশ্বাসে
তোমার পশ্চাতে দৌঁড়ায়,
তুরাবোরা পাহাড়ের –সুড়ঙ্গ থেকে কি
চিৎকার শুনতে পাও?
তুমি কি ব্যাবিলনের অতীত দেখতে পাও?
USA কি চাও তুমি!
হাজারো এটম বোমা? নাকি
বীর যোদ্ধাদের কফিন
তা’হলে শিলাখন্ডে
একটা এফিটাফ লিখে ঝুলিয়ে দাও
ওয়ার সিমেট্রি তাবৎ পৃথিবী।
USA কি চাও তুমি!
পৃথিবীর কোণে কোণে মার্কিন সেনাঘাটি
নাকি-সাগরের তলদেশ থেকে লালগ্রহে
তোমার পতাকার পৎপৎ ধ্বনি?
তা’হলে কিসে তোমার ভয়?
সাদ্দাম নেই, গাদ্দাফি নেই,
তাহলে কি তুমি ওসামার অভিশাপে নত!
নাকি তোমার জটরে জন্ম নেয়া
জারজ সন্তানের দম্ভে কাতর- সে
আল-কায়দা, ISIL বা অন্য কেও
যে পিতাকে অস্বীকার করে-
ফেরাউনের মমির ভেতর থেকে জেগে ওঠা
দানব –যে কিনা পিতার শরীরে আঁচড় কাটে
উন্মুক্ত শরীরের প্রতিটি শিরায় টান মারে
যে কিনা পৃথিবীর মানচিত্রে দাগ টানে।
যে কিনা সস্তা তেলের উৎসে ভাগ বসায়
যে কিনা Made in USA বোম মারে।
USA কি চাও তুমি!
কাব্য নাকি গল্পের প্রতি ঝোক তোমার বেশী?
তোমার সৃষ্টিশীলতায় মুগ্ধ পৃথিবী !
যেখানে চাঁদের মাটিতে
হাত বুলানো যায় সহসাই
যেখানে কবিরা কাব্যের উপমায়
অশাব্দিক কবিতা লিখে-
আফিমের নেশায় বুঁদ হয়ে
তোমার উপমা শুধুই তুমি !!
তা’হলে বিজ্ঞানের কল্যানে
নতুন এক কবিতা লিখ –যে
কবিতার ভাষা শুধু তোমারি জানা
বাইনারি, ক্যালকুলাসের সূত্র হতে পারে
শব্দ সংখ্যা নির্বাচনের ধারা
অথবা দৈব চয়ন
সুপার কম্পিউটার
কিংবা এবাকাস !!!
শব্দ সংখ্যা চয়নে রইল পূর্ণ স্বাধীনতা তোমার।
USA কি চাও তুমি!
খনিজ সম্পদের একক মালিকানা-
নাকি শুধুই তরল খনিজ?
তা’হলে বাতাসে ভাসিয়ে দাও সাদা ফসফরাস
প্রাণীর দেহ-মাংস ভেদ করে পাঁজরে পচন ধরুক;
উত্তর-দক্ষিন, পূর্ব-পশ্চিম চারদিকে-
হার্বিসাইডের আস্তর ছড়িয়ে দাও
পৃথিবীর সমস্ত সবুজ ধূসর হয়ে ওঠুক;
কেননা প্রাণীর দেহ গলে ভূতলে
তেলের আধার জমাট বাধে।
ডিনামাইটের ফর্মুলা ইনজেক্ট করে দাও
তোমার স্ব-জাতির ডি,এন এ-তে
শিলা-পাথর কিংবা পর্বত ভেঙ্গে
আহরণ করে নেবে-
স্বর্ন,-হীরকখন্ড কিংবা চারকোল
সুনিপুণ ভঙ্গিমায়।
USA কি চাও তুমি!
সমগ্র পৃথিবী তোমাকে কুর্ণিশ করুক?
তা’হলে কিসের ভয়ে ভীত তুমি?
তুমি কি তোমার নাড়ি চেপে ধরেছ কখনো!!
তোমার সময়ের স্পেডোমিটার কি
সীমা অতিক্রম করেছে?
তা’হলে আণবিক বোমার
ব্রীফকেসের কোড নম্বর বদলে নাও
হাত বদলের আগেই!!
সাদা আর কালোতে যে বিন্যাস কর
তা আসলে দু’টি রঙের নাম
ভেতরে একটাই রঙ-লাল
বাহিরের প্রভেদ ঘুচিয়ে দাও-আর
অন্তরের অহম দহন করো-
পুতে দাও ছাই -ভষ্ম-মাটিতে
প্রজন্ম থেকে প্রজন্মের আত্মরা
শান্তিরমিনারে দাঁড়িয়ে –পায়রা ওড়াবে।
তোমার ভূমিতে বাস করে
সমগ্র জাতিস্বত্তার মানবেরা-
যেন একখন্ড আলাদা পৃথিবী।
USA কি চাও তুমি!
মানবতা –নাকি অন্য কোন স্বত্তা ?
তা’হলে দু’হাত বাড়িয়ে
আপন করে নাও
মানুষ কে পশু ভেবে নয়
মানুষ কে মানুষ ভেবে !!!
©somewhere in net ltd.