নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদাসিদে কথা কাজের ফাঁকে কিছু করা,ব্যস্ততার মাঝে যাকিছু ভাবি তাই লিখি।

HannanMag

শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।

HannanMag › বিস্তারিত পোস্টঃ

আজব পাখী

১৩ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮


প্রতিদিন ভোরে সূর্যের আলোয় ঘুম ভাঙ্গে,
ডানা ঝাপটায় পাখিটা, অনেকক্ষণ, একটানা।

ধপাস করে যায় বসে, ক্লান্ত, বিষন্ন, কাতর
উড়ার মন নেই, কৌতূহল নেই তীব্র বেদনাহত।

ডানাওয়ালা পাখিটা,
আজব পাখি ডানা ঝাপটায়
প্রতিদিন ভোরে নিয়ম করে।

গেরস্ত ঘরের চৌকাঠে বসা মস্তবড় পাখি
পাড়ার সব লোকে চেনে আজব পাখি নামে।

টিনের কৌঠায় পানি দেয়, বাটিতে সুস্বাদু খাবার
শরীরে বল কম নেই, স্বাস্হ্যবান, তাগড়া জোয়ান
ডানা ঝাপটায় আর অবসাদে কাটায় প্রহর।

আজব পাখি উড়তে চায়, নড়াচড়ায় ক্লান্ত।
পাখিটার মাথার উপরে টিকির মত,চিনার উপায়
পাড়ার সবাই চিনে আজব পাখি নামে।

গেরস্ত ঘরের কর্তা সাহেব এখানে সেখানে গল্প করে
পাখিটা অনেক বড়, দীর্ঘদেহী টিকিওয়ালা, লালঠুঁট
চোখের আড়াল হলেই চটপট করে, খুঁজে ফিরে।

ডানা ঝাপটায়, উড়তে চায়,
ক্লান্ত শরীরে অবসাদ কাটায়
দু’পায়ে বাঁধা শেকল,
চামড়া কেটে দাগপড়ে,পুঁজ ঝরে
তার খোঁজ কেউ রাখেনা।

আমাদের পুরোসমাজে পুঁজেভরা, দাগকাটা
শেকলের দাগ, পুরানো শেকল।

মাঝে মাঝে ডানা ঝাপটায়
আজব পাখির মত,
গেরস্ত ঘরের চৌকাঠেই তার সীমানা।
আজব পাখি। রহস্যে ঘেরা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.