নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদাসিদে কথা কাজের ফাঁকে কিছু করা,ব্যস্ততার মাঝে যাকিছু ভাবি তাই লিখি।

HannanMag

শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।

HannanMag › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা করো

১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫০

অপেক্ষা করো
ভালবাসার গোলাপের জন্য।
অপেক্ষা করো
এক সন্ধায় স্নিগ্ধ আলো ছড়াবে চাঁদ।
তারারা হেসে হেসে বেড়াবে পুরো আকাশ
তোমার অস্তিত্বের ভেতর খুঁজে
শুধু আমাকেই পাবে।

অপেক্ষা করো
যে পথে হেটেছি অনেক পথ দুজনে
সে পথের গহিনে হারাব পুস্পিত বনে
অনেকক্ষণ চুপ থেকে আড়ির ভাণ ভেংগে যাবে
কথা আর শেষ হবেনা কখনো।

অপেক্ষা করো
অনিন্দ্য সুন্দর স্বপ্নের ভেতর
হৃদ স্পন্দের যে দম থাকে সেখানে
অনুভবে অনুভবে আমাকেই পাবে।

অপেক্ষা করো
ফিরে আসার
ভালবাসার স্বপ্ন গুলো পুরনে
আমকেই পাবে সকাল বিকাল।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৬

ধ্রুবক আলো বলেছেন: বাহ!! সুন্দর লেখনি.,,,,
কবিতা ভালো লাগলো..

২| ১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৭

মসিউর হৃদয় বলেছেন: আর কতদিন অপেক্ষা করবে??

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৬

কানিজ রিনা বলেছেন: ডাক্তার আসিবার আগেই রোগী মারা যাবে।
হা হা হা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.