![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।
অধরা অতীত
অধরা অতীত ফিরে আসে বারে বারে
কাব্যের উপমায়, কথাচ্ছলে, হাসি-কান্নায়
চোখের জলে ছল ছল করে ফিরে আসে
জ্বল জ্বল করে ভাসে অতীত।
জলের ছায়ায় ভাসমান মুখোচ্ছবির মত,
ঢেউয়ে হারায় আবার ফিরে,স্বপ্নের মত
অধরা অতীত ফিরে আসে সামনে।
কাঠগড়ায় আসামীর মত ফিরে, ভুলে ভরা
অতীত, আগামীর মুখোমুখি।
অধরা অতীত ফিরে আসে, জীবনে
পুস্পিত গোলাপের ঘ্রাণের মত
বইয়ের পাতায় রাখা গোলাপ
ঝরা পাপড়ির অংকিত নকশার মত
কাছাকাছি তবু হারানো দূর অতীত।
অধরা অতীত ফিরে আসে কাক ভেজা
চুলের মত, নাড়ালে বৃষ্টির ফোটা ঝরে।
অতীত ফিরে আসে যৌবনের অহংকারে,
তেজোদীপ্ত ঘোড়ার পিঠে চড়ে,দ্রুতগামী।
অতীত ফিরে আসে নদীর স্রোতের মত,
ক্লান্তিহীন, চুরমার করে আবার অতীত
ফিরে সুদূর অতীতের পানে।
লন্ডন, ১৫/১০/২০১৬ সাল
©somewhere in net ltd.