![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।
স্বাধীনতা মানে
বাতাসে ভেসে আসা
শুকনো ঝরা পাতা নয়,
বাগানে ফুটে থাকা ফুল নয়
চাঁদের আলোয় বিলাসি ভ্রমন অথবা
পত্রিকার পাতায় বিনোদন পিচার নয়।
স্বাধীনতা মানে
রক্তঝরা দ্রোহ
বূকের তাজা রক্ত ঢেলে
ছিনিয়ে আনা একটা ভূখণ্ড,
মাথার উপর পৎপৎ করে উড়ানো পতাকা
গর্বিত স্পন্দিত অহংকার, মুক্ত ঠিকানা।
স্বাধীনতা মানে
কেউকাটা কারো গাড়ির
সামনে ঝুলানো পতাকা নয়
কারো দান বা অনুগ্রহ নয়।
স্বাধীনতা মানে
বুকে অঙ্কিত তাজা খুনের জীবন্ত নকশা
বেঁচে থাকার গৌ্রবের অধিকার।
স্বাধীনতা মানে
কোন সাজানো ফুলের ঢালি কিংবা শহীদের
বেদীমূলে শ্রদ্ধার অর্ঘের ঠেলাঠেলি নয়,
নয় কোন ক্যামেরার ফ্লাশে উজ্জল মুখের প্রতিচ্ছবি।
স্বাধীনতা মানে
হৃদয়ের কোণে সাজানো মর্মকথা
আত্মার চেয়ে পবিত্র আমানত।
১৬/ ১২/ ২০১৬
নিউইয়র্ক, ইউ,এস,এ
©somewhere in net ltd.