নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদাসিদে কথা কাজের ফাঁকে কিছু করা,ব্যস্ততার মাঝে যাকিছু ভাবি তাই লিখি।

HannanMag

শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।

HannanMag › বিস্তারিত পোস্টঃ

আকাশ পানে তাকাও তুমি

২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৪৩


তুমি কি দেখেছ নীল আকাশ?
মেঘলা আকাশ, তারা ভরা আকাশ
শ্রাবনের আকাশ ভেঙ্গে ঝরে বৃষ্টি,
বর্ষার জলে ভাসে মাঠ।
আকাশের এমনি রূপ কখনো মেঘ, কখনো বৃষ্টি
কখনো সারা আকাশ রোদের মেলায় হাসে।
সাজের বেলায় আকাশের রঙ লালিমায় ঢাকে।
আকাশের পানে তাকাও তুমি
স্নিগ্ধতার পরশে ছুঁয়ে যাবে মন।

তুমি কি দেখেছ রোদেলা মেঘের আকাশ ?
জলকণায় ভেসে বেড়ায় সাত রঙ বেণীআসহকলা
রঙ আর রোদের খেলায় মেতে ওঠে আকাশ।

তুমি কি দেখেছ
ঈশান কোণে কাল মেঘের ঘন ঘটায় আকাশ?
এই বুঝি আসলো কাল বৈশাখীর ছোবল।

তুমি কি দেখেছ তারাভরা আকাশ?
ঝিক মিক জ্বলে তারা হাজার বছরধরে
আজও যার আলো পৌছেনি এই গ্রহে
তারা ভরা আকাশ কতইনা সুন্দর দেখায়।

তুমি কি দেখেছ আকাশ
কেমন করে জ্যোৎস্না ছড়ায়?
চাঁদের কোমল আলোয় ভরে দেয় মন প্রাণ।

তুমি কি দেখেছ আকাশ?
ধূমকেতুর পুচ্ছ সুদীর্ঘ পথ কেমনে দেয় পাড়ি
তারকা খসে যায় আকাশে
পুরায় পরাণ জ্বালানী নিঃশেষে।

তুমি কি দেখেছ আকাশ?
ধ্রূবতারা শোক তারা কেমনে জ্বলে?
গ্রহানুপুঞ্জে বোধগ্রহ ধ্রূবতারা -শোকতারা হয়ে জ্বলে।

তুমি কি দেখেছ আকাশ
কেমনে ঝরে তুষার,
শুভ্রসাদা চাদর দেয় বিছায়ে জমিনে, হিমেল
বায়ু বয়ে চলে কনকনে ঠান্ডা ছড়ায়ে
একচিলতে নরম রোদে গা এলিয়ে
শিশুরা দস্যিপনা করে।
স্বর্গের দেবদূত যেন আসে মর্তে নেমে।

এই পৃথিবী রঙের মেলা
আকাশ আর সূর্যের খেলায় হাসে।
তুমি যেখানেই যাবে আকাশ পানে
দিব্যচোখে তাকাবে
মনের গহিনে গেঁথে থাকা কষ্ট
নিমিশে ঝরে যাবে।
----------------------

21. 12. 2016
214 W 39th Street
New York, NY, USA

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.