নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদাসিদে কথা কাজের ফাঁকে কিছু করা,ব্যস্ততার মাঝে যাকিছু ভাবি তাই লিখি।

HannanMag

শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।

HannanMag › বিস্তারিত পোস্টঃ

স্রষ্টার কুর্ণিশ - ২

৩০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১২


লক্ষকোটি জীব দুনিয়ায়
মানুষই সেরা, সর্বোত্তম
বিধাতা তোমায় এই দিয়েছে পরিচয়।

সাগরের জলে ভাসায়েছে নৌযান
উত্তাল ঢেউয়ে ভাসমান
কুর্ণিশ কর তাঁকে যিনি
জলে,স্হলে অন্তরীক্ষে ক্ষমতাবান।

চিন্তার স্বাধীনতা দিয়েছে তোমায়
সর্বময় খোদাই-
অতএব বিবেকের তাড়নায়
নত হও সেজদায়।

মাথার উপর খোলা আসমান সীমাহীন
তারকারাজি,গ্রহ উপগ্রহ অসীম
দূরত্বে পৃথিবীকে করে আলোময়
অতুলনীয় সাজানো সে বাগান
গুলবাগ বল, ফুলবাগ বল, তুলনাহীন
সে বাগান, কেননা কারিগর মহান।

দিব্যলোকে অভিযাত্রায় প্রেরণা তোমার
মহান বিধাতা- কুর্ণিশ তাঁকে
কেননা কুর্ণিশ তাঁকেই মানায়।

৩/
সোনার গহনা,রূপোর গহনা,
হীরার গহনা কতইনা গহনা দেখি
দেশ বিদেশ, কত কারিগর, বিদ্যান কূশলী
হয়েছে অতীত, ভবিষ্যতের যে কারিগর
আসবে পৃথিময়- খোদার চেয়ে বড়
কারিগর কেহ নয়।

ভাসমান উড়োজাহাজে কতদেশ
পাড়ীদেয় মানুষ, কেও কি ভেবেছে
অবুঝ পাখি কি করে ভ্রমন করে বিশ্বময়।

কুর্ণিশ তাঁকে-
কেননা কুর্ণিশ তাঁকেই মানায়।

কবরের গায়ে, মাটির ভেতরে
লুটায়ে আছে যে নিস্তেজ দেহ
করনা নতশীর সেখানে –শিরক বিধাতার।

বিধাতা তোমায় করেছেন মহান
মানুষ হিসাবে দিয়েছেন জান।
অতএব কুর্ণিশ তাঁকে-
কেননা কুর্ণিশ তাঁকেই মানায়।

( চলমান......)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৩

ধ্রুবক আলো বলেছেন: কবিতায়+++++
খুব ভালো লাগলো পড়ে খবু.,,
শুভ কামনা রইলো....
সময় করে প্রথম অংশটুকু পড়বো.,..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.