![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।
কিসে তোমার গৌরব অহংকার, হুংকার?
অসীম সর্বময় ক্ষমতার মালিক মহান বিধাতা
তোমার এমন কি সৃজন আছে
অতিক্রম করতে চাও অসীম ক্ষমতাকে
সীমার মাঝে রেখে যাও তোমার অবদান
মানবজনে কর কল্যান তব, প্রতিটি কর্ম
পুণ্যমূল্য তুল্য হবে; যদি তাতে হয় ন্যায়
মানব জনে।
কুর্ণিশ কর তাঁকে কেনানা কুর্ণিশ করা
তাঁকেই মানায়।
জমিনের উপর ইনসান
বিধাতার প্রতিনিধি, কত মহা সম্মান
আশরাফুল মাকলুকাত তার নাম।
আদমের সুরতে বিধাতা সৃজন করেনি
মানুষ ব্যতিত আর কোন জীব।
মাটির দেহটায় দিয়েছেন প্রাণ
নির্মল কোমল মমতায়।
জমিনের ভেতর লুটাবে দেহ
মাটিতেই মিশিবে প্রাণ,
দুনিয়ায় রয়ে যাবে কর্মের আঁচর
অতএব কুর্ণিশ কর তাঁকে কেনানা কুর্ণিশ করা
তাঁকেই মানায়।
(চল মান -----)
২| ১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলাগা রেখে গেলাম
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৫
কাছের-মানুষ বলেছেন: সুন্দর হয়েছে অনেক ।