নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদাসিদে কথা কাজের ফাঁকে কিছু করা,ব্যস্ততার মাঝে যাকিছু ভাবি তাই লিখি।

HannanMag

শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।

HannanMag › বিস্তারিত পোস্টঃ

স্রষ্টার কুর্ণিশ (7)

১৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩২


খোদার আশিষ লও তবে
নত কর মস্তক শ্রদ্ধাঞ্জলে
ঊষার রবি ছড়ায় আলো বিশ্বময়
দিবানিশির কালাবর্তন চলে
খোদারই ইশারায়।

চন্দ্র জ্বলে রাতের আঁধারে, মিটি মিটি তারকার মাঝে
সূর্যের আলোর কর্য করে।
চন্দ্র, সূর্য, গ্রহরাজি
নিজ অক্ষসীমা দেয় পাড়ি
আপন মহিমায়।

খোদার হেকমত জানো, নিয়ামত জানো,
রহমত ভাবো, কর কুর্ণিশ তব, উন্মক্ত হৃদয়ে।

সাত আসমানের মালিক খোদা
রহমতের ভান্ডার খোলে তোমার পানে তাকায়ে রয়।
অতএব কুর্ণিশ কর তাঁকে কেনানা কুর্ণিশ করা
তাঁকেই মানায়।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৪

ভাবুক কবি বলেছেন: এক কথায় অসাধারণ.

২| ১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০০

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম। সন্দেহ নেই। দারুন লিখেছেন । কবিতা ভালো লাগলো। :)

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৩

শামীম সরদার নিশু বলেছেন: সুন্দর লিখছেন, আমি ব্লগে নতুন, পাশে থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.