![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।
স্রষ্টার কুর্ণিশ (৮)
ক্ষণকাল অবকাশ তোমার
ফেরি করে ফির বিশ্বাচরাচরে
উন্মক্ত ভান্ডারে খোঁজ রতন যতনে।
শক্তি, বুদ্ধি, চাতুরি, কৌশলে
মণিমুক্তা আহরণে সিদ্ধহস্ত তুমি
ভোগ বিলাসে, উচ্ছ্বাসে পারঙগম।
স্রষ্টার সৃষ্টি ভোগে নেই কোন কার্পণ্য
অযথা বাড়াবাড়ি শুধু পথ আর মতে,
অথচ খোদা দিয়েছেন তোমায় দ্বীন সঠিক
সিরাতুল মুস্তাকিম।
অতএব কুর্ণিশ কর তাঁকে কেনানা কুর্ণিশ করা
তাঁকেই মানায়।
হেনকাল মায়া আর মমতায়
লোভ আর লালসায় ভরা জীবন তোমার
দিব্যলোকের রাজা। পরলোকে সঙ্গহীন,
একাকি মুখোমুখি খোদার বিচারালয়ে।
হিসাব নিকাশে পারঙগম খোদা
সর্বশ্রোতা, সর্বজ্ঞাত, মহান আল্লাহ
সবার জীবন প্রবাহের রক্ষাকর্তা,
রিযিকদাতা, ক্ষমার মহত্বলয়ে
সমাসীন। অথচ ইনসান উদাসীন,
পথভ্রান্ত এক পথিক।
অতএব কুর্ণিশ কর তাঁকে কেনানা কুর্ণিশ করা
তাঁকেই মানায়।
(চলমান ............)
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৭
প্রশ্নবোধক (?) বলেছেন: লিখতে থাকুন, ভাল লিখেছেন। এধরনের লেখা ব্লগে কম। আপনাকে স্বাগতম জানাচ্ছি।