![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।
তুমি কি ভেবে দেখেছ আগামীর কথা?
যেখানে ফিরে যেতে হবেই
সাদা কাপনে মুড়ানো কফিন
মৃত আত্মার ক্রন্দনজারি কবরে
ফেরেশতার উদ্ধ্যত উচ্চারণ, জবাব দাও
তোমার রব, দ্বীন, রাসুল কে?
অগ্নিপরিক্ষার মুখোমুখি। অনিবার্য।
অতএব কুর্ণিশ কর তাঁকে কেনানা কুর্ণিশ করা
তাঁকেই মানায়।
মূর্চনায় কাতর রেখে যাওয়া সন্তান,
স্ত্রী, পিতা-মাথা অথবা আত্মীয়বর্গ
দিন কতক কাতর বচনে কহিবে কথা
জগতের বিধান এমনি কঠোর
সময় এমনি পরাবাস্তব
পৃথিবীর আদি মানব থেকে
অদ্যাবদি চলে আসছে, অবসাদ নেই
ক্লান্তিনেই, বিরামহীন,গতিশীল, চলমান
ধ্রুপদ নিয়ম। একদিন ভুলে যাবে সবাই।
অথচ দরবারে জবাবদিহি একাকি,
প্রতিটি মানুষ আলাদা,
নিজ নিজ কর্মের খেসারত,
পূণ্যবান একদিকে,পাপাচারি অন্যদিকে
দায় নেবেনা কেহ কাহারো।
অতএব কুর্ণিশ কর তাঁকে কেনানা কুর্ণিশ করা
তাঁকেই মানায়।
©somewhere in net ltd.