![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।
খোদা তোমার মহিমায়
পেয়েছি জনম মানবকূলে
খেতাব সেরা সৃষ্টির।
তোমার রহমতের ভান্ডার দাও খুলে
আশিষ যেন মিলে জীবনে
আঁধারে দাও আলো
অন্তরে দাও প্রশান্তি; কুর্ণিশ তোমায়
হে রাব্বুল আলামিন।
হকিকত, মারফত, শরিয়তের শপৎ
কেও খোঁজে তোমায়
ক্ষ্যাপা পাগলের বেশে
কেহবা সাজে বাউল, কেহ দরবেশ।
কেহ মসজিদে সরল বচনে
ডাকে তোমায় দিনে রাতে।
কেমন করে তোমার দিশা পাই।
ঈমানে কোন কমতি নাই,
নামাজ রোযা, হজ্, যাকাত
তোমার দেয়া দ্বীনের বিধান
আমল করে বাঁচতে চাই।
কুর্ণিশ তোমায়, দেখাও মোরে
সরল পথের নিশানা ।
২| ৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৯
টুনটুনি০৪ বলেছেন: ভালো বলেছেন।
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৪
পলাশমিঞা বলেছেন: কুর-নিশ, কুর্নিশ [ kura-niśa, kurniśa ] বি. সেলাম; মুসলমানি কায়দায় পিছনে হঠে সসম্ভ্রম অভিবাদন। [ফা. কোর্নিশ্]।
প্রথম দিনে থেকেই আমার খুব খারাপ লাগছিল।
স্রষ্টার কুর্ণিশ (11)
একটু বিশ্লেষণ করবেন?