নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদাসিদে কথা কাজের ফাঁকে কিছু করা,ব্যস্ততার মাঝে যাকিছু ভাবি তাই লিখি।

HannanMag

শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।

HannanMag › বিস্তারিত পোস্টঃ

স্রষ্টার কুর্ণিশ (12)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৯

হে খোদা তুমি চিরঞ্জীব,
অবিনশ্বর, অনাদি
সারা জাহানের মালিক, একচ্ছত্র অধিপতি।

তন্দ্রা তোমায় স্পর্শ করেনা;
আসমান আর জমিনে
যা কিছু বিদ্যমান, সবই তোমার অধীন।

তোমার অস্তিত্ব সর্বত্র বিরাজমান
প্রকাশিত, অপ্রকাশিত সবই তুমি দেখতে পাও।
দুনিয়ার বুকে কেমন করে
সাজায়েছ বাগান হে খোদা
শত সহস্রকোটি কুর্ণিশ তোমায় দরবারে

হে রাব্বুল আলামিন
অতিত,বর্তমান ও ভবিষ্যত সবই
তোমার আজ্ঞাধীন, তুমিই সেই প্রজ্ঞাবান
যার জ্ঞানের তুলনা চলেনা।
তুমিই সর্বজ্ঞানের আধার; হাকিম।
তুমিই একমাত্র ইলাহ। লা ইলাহ ইল্লাহ।

অতএব কুর্ণিশ তোমায়; কেনানা কুর্ণিশ করা
তোমাকেই মানায়।

(চলমনা ......)


মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫০

খায়রুল আহসান বলেছেন: সুন্দর!

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৫

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: চমৎকার ভাব,ভাষা, ছন্দের গাঁথুনি !

ভালো থাকবেন !

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৯

কানিজ রিনা বলেছেন: এসেছি হেথায় তোমারই আকাই আদেশ করিবা মাত্র যাব চলিয়া। আমিযে দাশঅনুদাশ তুমিযে প্রভূ,আসন্ন পাতিয়া আছো হেমুহাম্মাদ প্রোপান। পবনদাশ, অসংখ্য় ধন্য়বাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.