নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদাসিদে কথা কাজের ফাঁকে কিছু করা,ব্যস্ততার মাঝে যাকিছু ভাবি তাই লিখি।

HannanMag

শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।

HannanMag › বিস্তারিত পোস্টঃ

নীলজলে ভাসে স্বপ্ন

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৫

সাগরের নীলাভ জলের বুকে,
দাপিয়ে বেড়ায় তরুণের দল;
জল আর ঢেউয়ে ভেসে ভেসে
মেলেছে পাখা, ছেরা দ্বীপের টানে।

বেশামাল, চঞ্চল,উদ্দাম মুক্ত হাওয়ায়
ছেরা দ্বীপ পানে ছুটে চলে নাও।
তরুণেরা নাওয়ের গলুইয়ে বসে,
দোল খেতে খেতে হাওয়ায় ভাসে;
যেন বাঁধন ছিঁড়ে পায় অপার মুক্তি।

পাখি উড়ে নীলাভ জলের উপর,
বিহগ মানুষ জলের পানকৌড়ি।
নীল জলে খোঁজে চলেছে…
মুক্তার দানা। স্বপ্ন আর বর্ণের ভেতর।

প্রিয়তমার জন্য ঝিনুকের মালা,
আদুরে শিশুর জন্য খোঁজে প্রবাল;
প্রেয়সীর জন্য একরাশ জলের গল্প।

০৪/০২/ ২০১৭
(এই লেখাটি ভ্রমন বিলাসী সহকর্মীদের জন্য)

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৭

আলপনা তালুকদার বলেছেন:
ভাল লেগেছে।

দাপিয়ে, তরুণের, ছেঁড়া, তরুণেরা - এই বানানগুলো ঠিক

করবেন প্লিজ।

ছুটে চলে, গলুইয়ে, ওড়ে, খোঁজে - এ শব্দগুলো বসানো যায় কিনা ভেবে দেখতে পারেন।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৩

না মানুষী জমিন বলেছেন: nice. specially last 3 lines

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৩

দূর দ্বীপবাসী বলেছেন: সুন্দর।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৪

HannanMag বলেছেন: আলপনা,
ধন্যবাদ লেখাটি পড়ে বানান ঠিক করার পরামর্শ দেয়ার জন্য।
আশা করি কাজে লাগবে। অনুরোধ রইল, আমার অন্যান্য লেখা পড়ার।

শুভেচ্ছ সহ
সাদা সিদে কথা

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২১

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন, ভালো লাগলো অভিনন্দন,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.