![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।
অঝোর বৃষ্টিভেজা দিনে
চুপচাপ অপলক চোখের চাহনি
আর লাভণ্য মাখা তোমার মুখোচ্ছবি
আমাকে ভাবায়।
সুদূর অতীতে তুমি কোথায় ছিলে?
হাজার বছর আগে,
আমার জন্মেরও আগে।
বন্যফুলের সৌরভে
স্পন্দিত শিহরণে প্রকৃতির বুক
যখন প্রেমের অবগাহনে মুখরিত
কেন ভাবি
আমার জন্মও যদি হতো
হাজার বছর আগে। বন্য প্রকৃতির কূলে।
অনাদিকাল ধরে
তোমার প্রেমের আবেশে
বাড়ন্ত কৈশোরে
কুসুম কোমল হৃদয়ের টানে
শুধু তোমাকেই পরাতাম শিউলির মালা।
আজও ভাবি
পড়ন্ত বিকেলের একটানা আড্ডায় মেতে উঠি
সবুজ ঘাসের চাদরে বসে।
সন্ধ্যা নেমে আসুক
পাখিরা আসুক নীড়ে ফিরে
জোনাকিরা মিটি মিটি জ্বলে উঠুক
চাঁদ আর তারায় তারায় ভরে উঠুক আকাশ
চুপচাপ হয়ে উঠুক চারিপাশ
তুমি আর আমি মিলে
ভালবাসার কথামালা
সাজাবো বলে অপেক্ষা করি, সযত্নে।
আজও ভাবি
ভালবাসার কথামালা সাজানো হবে
ফাগুনের রঙে,
প্রতিটি শব্দের বর্ণমালা হবে রাঙানো হলুদ
আর পলাশে ঠাসা।
ধেয়ে আসা উজানের স্রোতে হারাবোনা তোমায়
কোন কাল।
টুকরো টুকরো স্মৃতি জোড়া দিয়ে
বানাবো মহাকাব্যের আখ্যান ।
কেন ভাবি?
ঝাউবনের ভেতর দিয়ে হেঁটে চলা পথ বেয়ে
গহিন বনে হারিয়ে যেতে।
কেন ভাবি?
সুদুর অতীত থেকে আগামীতে
অনন্য ভালবাসায়
মহাকাব্যের শেষের পাতায় লেখা হোক
ভালবাসার ধ্রুপদ পংক্তিমালা।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৫
ধ্রুবক আলো বলেছেন: কবিতায় ++
লেখা খুব ভালো লাগলো, অভিনন্দন