নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদাসিদে কথা কাজের ফাঁকে কিছু করা,ব্যস্ততার মাঝে যাকিছু ভাবি তাই লিখি।

HannanMag

শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।

HannanMag › বিস্তারিত পোস্টঃ

বন্ধু সেলিম- এক টগবগে তরুন

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৫

সেলিম, ভাসাও তুমি মন পবনের নাও
বই মেলায় একা ঘুরে শান্তি কি পাও?
ঢাকায় আছ এই তো বেশ;
মনে আছে কি ভাই? কেমন ছিলে আমাদের মাঝে?
প্রাণের ক্যাম্পাসে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।

কতটি বছর কেটেছে এখানে, পরাণের পরাগ রেণু খুঁজে
তোমার বাড়ন্ত যৌবনের রঙ দেখেছি এখানে,
ফুটন্ত গোলাপের আবেশ ছড়াতে, খুশবো ছিল,
রঙিন স্বপ্ন ছিল, নানান কাজের ব্যস্ততা ছিল।

রাজনীতি পাঠের মহড়া ছিল, বন্ধুত্বের ছন্দ ছিল,
ঝড় ঝামেলা আর কত কি। অযথা তর্কের মাতামাতি।

দেখেছি তোমায়,
এক হাতে শিউলী ফুল; অন্য হাতে কাশফুল,
পাহাড়ি বনের পথে হেঁটে যেতে।

টগবগে তরুনের স্বপ্ন রোপনের সোনালি সময়ে
উদাসী মনে একাকি সেই চলা, কোন এক নারীর টানে।

দেখেছি তোমায়,
ঝুপড়ির দোকানে চুপচাপ বসে
গরম চায়ে ফুঁ দিতে।

বইয়ের পাতার আড়ালে কেমন করে
বাঁকা চোখে ফেরাতে নজর।
রচনা করেছ প্রেমের মথুরা দেবদারুর ছায়ায়,
গাঁদা ফুলে সাজানো বৃন্দাবন
আজ যেখানেি আছ,
হৃদয়ের ডাক শোন হে বন্ধু!
সাগরের কূলে, নুড়ি পাথর আর
বালি রাশিতে হেঁটেছ পথ বহুদূর।

উত্তাল ঢেউয়ের ধ্বনি শোন
দিওনা ঝাপ সেখানে,
জলের ভেতর তাকিয়ে দেখ,জলের পাতা বাহার!
জল পরিরা ভেসে বেড়ায়; অন্য লোকে, অন্যভূবনে।


১২/০২/২০১৭

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.