নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদাসিদে কথা কাজের ফাঁকে কিছু করা,ব্যস্ততার মাঝে যাকিছু ভাবি তাই লিখি।

HannanMag

শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।

HannanMag › বিস্তারিত পোস্টঃ

বৈশাখের তান্ডব চারদিক

০৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:০১



বৈশাখের তান্ডব চারদিক
-------------------------
চৈত্র মানেই খট খটে রৌদ্দুর,
বসন্তের ফোটাফুল নেতিয়ে যায়,
ঘামে ভেজা শরীর
জলের তৃষ্ণায় থাকে কাতর,
এমনটাই স্বাভাবিক।

কিন্তু বৈশাখের মাতাল হাওয়ায়,
ঝড়ের বেগে উবে যায়,
তাপদাহ খানিক্ষণ।
মনে হয় এক মহা-তান্ডব,
চার দিক ভেঙ্গে যেন খান খান হবে,
ফসলের মাঠ লেপ্টে যাবে কাঁদায়,
বাড়িঘর চুরমার।
বেশুমার অসহায় মানুষ,
পাখির নীড়, খড়েরছাউনি ঘর,
সব একাকার।
গাছপালা উলঙ্গ, পাতাবিহীন,
আকাশ বুঝি,
পাথর ছোঁড়ে মারে জমিনে।

ঝিলিক দিয়ে বিজলি নামে
বোমার মত, বিকট শব্দ,
কানে তালা লাগে।
তবু বুঝেনা মানুষ
তার ক্ষমতা কতক্ষীণ
সে কি থামাতে পারে ঝড়,
ঘুর্ণিবায়ু, বর্ষার জল?
তবে কেন?
তার এত অহংকার তেজে জ্বলে।
দখলে নেই তার নিমিষের কাল
আছে অগ্নি ক্রোধ,
বলমান শরীর,
পাষণ্ড হৃদয়, তেজ হুঙ্কার,
চেঁচায় অকারণ,
রাজনীতির মাঠ বেজায় গরম।
বৈশাখের তান্ডব চারদিক।

০৪/০৫/২০১৭

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৩

মামুন আহমেদ জয় বলেছেন: আইলো আইলো আইলো রে,
রঙ্গে ভরা বৈশাখ আমার আইলো রে।

২| ০৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৫

ধ্রুবক আলো বলেছেন: বৈশাখীর আগমন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.