নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদাসিদে কথা কাজের ফাঁকে কিছু করা,ব্যস্ততার মাঝে যাকিছু ভাবি তাই লিখি।

HannanMag

শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।

HannanMag › বিস্তারিত পোস্টঃ

বৈশাখের পসরা

০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৪




এখানে বৈশাখ আসে
ঘরে ঘরে
বসন্তের আবির মেখে, পত্র পল্লবে।
ফুলে ফুলে,
কাঁচা আম কাঠলে।

এখানে বৈশাখ আসে
আনন্দ ছড়িয়ে,
মাতাল হাওয়ায় হাওয়ায়
চৈত্রের কাট ফাটা রৌদ্দুর ফেরিয়ে,
মেঘের ঝাপ্টায় তুফানি বাতাসে।




এখানে বৈশাখ আসে
গানে গানে, নৃত্যের তালে তালে
আউল বাউলের বাঁশির সুর
আর ঢোলের তালে,
ছন্দে ছন্দে নিত্য নতুন।

এখানে বৈশাখ আসে,
বটের ছায়ায়, শিরিষ, জারুল
রেইনট্রির ছায়ায় ছায়ায়,
শিশুর কল কাকলিতে,
নানান রঙের বর্ণিল সাজে।




এখানে বৈশাখ মানে
ফুল পরিদের আনা গোনা
বৈশাখি মেলার ভীড়ে।

এখানে বৈশাখ মানেই
হাল খাতার হিসেব নিকেশ
পুরাতন দিনের শেষ,
নতুন দিনের নতুন ভাবনা
নতুনেরই জয়গান।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩১

ধ্রুবক আলো বলেছেন: বৈশাখীর অগ্রিম শুভেচ্ছা

২| ০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪০

বিজন রয় বলেছেন: সাদাসিদে কথা কাজের ফাঁকে কিছু করা,ব্যস্ততার মাঝে যাকিছু ভাবি তাই লিখি।

শুভেচ্ছা রইল।

৩| ০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৫

হাবিবুর অন্তনীল বলেছেন: বেশ ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.