নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদাসিদে কথা কাজের ফাঁকে কিছু করা,ব্যস্ততার মাঝে যাকিছু ভাবি তাই লিখি।

HannanMag

শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।

HannanMag › বিস্তারিত পোস্টঃ

ভ্রমনের ভ্রম- ঘাসফুল আর বিড়ালের স্বাধীনতা

১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৫



ঘাসফুল
------------
তৃণ ভূমি বন্য ঘাসফুল ভরা
সাদা ফুল হেসে চলে নিরিবিলি।

পথিক একটু দাঁড়াও,
দুচোখ ভরে তাকাও
জুড়াবে পরাণ তোমার,
মনে রেখ শুধু আমায়
প্রকৃতির কূলে হাসি
যদি না মাড়াও
দুপায়ে মাড়াবে আমায়।

আমি কোন ক্ষতি করিনি কারো,
শুধু বেড়ে উঠি আপন মনে
ঘাস ফুলে ফুলে ভরা বেলাভূমি,
মৌ আসে গুন গুনিয়ে,
চুষে পরাগরেণু।




বিড়ালের স্বাধীনতা
--------------

বিড়ালের দুচোখে কোন ভয় নেই
ফ্যাল ফ্যাল করে তাকায়।
বলে কিনা তুমি কে এখানে?
উহ্! বহিরাগত?
সোজা পথ চল।

দাঁড়িয়ে আছ কেন?
আমার স্বাধীনতা যেন ক্ষুন্ন না হয়।
প্রতিদিন পথ চলি আমি,
কেউ বাধা দেয় না,
আজ থামতে হল।
তুমি ভেবেছ ভয় পেয়েছি?
মোটেই না।

আমার রাজ্যে আমি স্বাধীন।




মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৪

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো বেশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.