নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদাসিদে কথা কাজের ফাঁকে কিছু করা,ব্যস্ততার মাঝে যাকিছু ভাবি তাই লিখি।

HannanMag

শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।

HannanMag › বিস্তারিত পোস্টঃ

সত্য কাহাকে বলে – জলে ভাসা মানুষের মুখ

২৫ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

সত্য কাহাকে বলে
সত্য বড়ই নিষ্ঠুর, নিরেট
কঠিন নির্মম এক নীতি ভাষণ।
উদাসীন রাজনীতি।
সত্য এখন জলে ভেজা।
মৃত মরালী আর মরা মৎস
কাদায় আটকে গেছে সত্য সব।

ভাবুকের কাছে সত্য আয়নার মত
যে নিজেই দেখে নিজের চেহারা।
কবির কাছে সত্য কল্পনা ছাড়া আর কিছু নয়।
আলেমের কাছে সত্য মৃত্যুর মত
যমদূতের প্রতিক্ষা করা।
রাজনীতিকদের নিকট সত্য নিরেট ভাষণ।

সত্য খুঁজে পাবেনা এখানে কখনো,
আরব্য রজনীর কল্প কথায় হয়ত
সত্য আছে লুকিয়ে।
নদীর জলে ভাসে কৃষকের ফসল,
তাই সত্য। অন্যসব মনগড়া কাহানী।
এই দেশে সত্য হল স্তাবকের মুখের বুলি,

একেক নেতা একেক ভাবে বলে কথা।
জলে ভাসা মানুষের হাহাকার দেখও
এখানে যখন রাজনীতি চলে, আড়ালে
সত্য হারিয়ে যায়।
হে সত্য তুমি প্রকট হও
দিনের আলোর মত যেন মানুষ বুঝে
সত্য কাহাকে বলে।

( সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণার বানে ভাসা মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করার নিমিত্তে লেখা)

২৪/০৪/২০১৭

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.