নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদাসিদে কথা কাজের ফাঁকে কিছু করা,ব্যস্ততার মাঝে যাকিছু ভাবি তাই লিখি।

HannanMag

শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।

HannanMag › বিস্তারিত পোস্টঃ

বোতলে পাঠানো বার্তা- বাঁচাও আমায়

২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৪

নিঃস্ব নিঃসঙ্গ একাকি দ্বীপে
যাপিতজীবন, বড়ই একা।
চারদিকে রাশি রাশি জল
ফেনায়িত সমদ্র।
একাকি আছি বেঁচে, বড়ই একা।
কেহ নেই চারিপাশ, শুধু একা,
তার অধিক একাকিত্ব সহনে মানুষ
অপারগঙ্গম।
কোন জনমানব নেই চারিপাশ।
তবু আমি আছি বেঁচে কোন মতে

হে পৃথিবীর মানুষ
নিরাশার গ্রাসে হারানোর আগে বাঁচাও
আমি যেন থাকি সকলের সারথী হয়ে।

বাঁচার আকুতি নিয়ে পাঠাব বার্তা বোতলে ভরে
বাঁচাও আমায় বাঁচাও!!! SOS !!SOS!!
কেউ না কেউ পাবে বার্তাখানা, বাঁচাবে আমায়।
বোতলের ভেতর বাঁচার বার্তা ভাসমান, সমুদ্রে।


বছর কেটে গেল এমনি করে,
যেদিন হতে শুরু এই বার্তা খানা
জানতে কি পারি না আমি?
আমার জন্মের অধিকারের কথা।
আশায় আশায় পরাণ বাঁচে
ভালবাসায় গড়ে পরিশোধ্য জীবন,
ভালবাসায়ই ভাঙ্গে হৃদ্য় ভাঙ্গে।
এইতো জীবন।

বাঁচার আকুতি নিয়ে পাঠাব বার্তা বোতলে ভরে
বাঁচাও আমায় বাঁচাও!!! SOS !!SOS!!
কেউ না কেউ পাবে বার্তাখানা, বাঁচাবে আমায়।
বোতলের ভেতর বাঁচার বার্তা ভাসমান, সমুদ্রে।

একদিন ভোরে চমকে উঠি,
হাটা যায় থেমে!!
একি দেখেছি আমি!!
অবিশ্বাস্য দুচোখ আমার
চমকে উঠি !!
হাজারো বিলিয়ন বোতল
ভাসে সাগরের তীরে।
ধুয়ামুছা, পরিচ্ছন্ন, কিছু নেই তার ভেতর।
একি সব কাণ্ড।
ভাবি, একা আমি নই তবে,
আরো কেহ আছে বেঁচে।
এমনি করে আমার মত।
দূরে দ্বীপে একাকি অনেকে
বাঁচাতে জীবন দিয়েছে পাড়ি
গহিন সমুদ্রে !!


বাঁচার আকুতি নিয়ে পাঠাব বার্তা বোতলে ভরে
বাঁচাও আমায় বাঁচাও!!! SOS !!SOS!!
কেউ না কেউ পাবে বার্তাখানা, বাঁচাবে আমায়।
বোতলের ভেতর বাঁচার বার্তা ভাসমান, সমুদ্রে।

বাঁচাও আমায়, বাঁচাও জীবন !!
বাঁচাও আমায়, বাঁচাও জীবন !!
বাঁচাও আমায়, বাঁচাও জীবন !!
বাঁচাও আমায়, বাঁচাও জীবন !!

ক্লান্ত হব না বার্তা পাঠাবই।

ভাবানুবাদ – The message in a Bottle এর লিরিক অবলম্ভনে।অরিজিনাল স্টিং এর রচনা ও গাওয়া। ব্যান্ড দ্য পুলিশ।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো হৃদয় স্পর্শী কথাগুলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.