![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।
মরুর বুকে আজ
ঝলমল, ঝিলমিল তারার মেলা
রাতের আকাশ ভেদে নামে পরির নাচন
পাখিরা নীড়ে ঘুমায় অঘুর ঘুম,
ধুম বাজে ধুম,
ঝলমল, ঝিলমিল রঙের আলোয়
এক দুই তিন
বাজে ধুম ধুমাধুম ঢোল
ঢাক বাজে,
ঢোল বাজে,
বাজে মাদুল।
খঞ্জনা পাখির লেজের মত,
পুচ্ছ নাচে
ময়ূরের পেখম নাচে,
নাচেরে বাদল দোল।
ভরা জলসায় নাচে নর্তকীর গুঙুর,
বীণা বাজে,
বাঁশি বাজে,
বাজে রাজার তাজ নকূল।
পাষাণ হৃদয়ে বাজে খুনের বোল।
বীণার ঝংকারে বাজে তরবারীর সুর
মরুর রাজারা বাজায় ধফ,
ধুব ধুব আওয়াজে পড়ে চাপা কান্নার রোল
বাতাস হয় ভারি
বারুদের গন্ধ চারদিক,
পোড়া মাটি পড়ে চাপা
বালির স্তোপ।
সোনা দানা, তেল,
বেগম, বাদশা সবই আছে
নেই শুধু মানবতা
সবই আজ জলসা ঘরের আলোয় হাসে
বাইরে সব অন্ধকার।
মরুর বুকে আজ
ঝলমল, ঝিলমিল তারার মেলা।
২| ০৫ ই মে, ২০১৭ বিকাল ৫:২৫
ফকির জসীম উদ্দীন বলেছেন: অসাধারন ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০১৭ রাত ১২:১৪
ধ্রুবক আলো বলেছেন: ভালো লিখেছেন