নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদাসিদে কথা কাজের ফাঁকে কিছু করা,ব্যস্ততার মাঝে যাকিছু ভাবি তাই লিখি।

HannanMag

শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।

HannanMag › বিস্তারিত পোস্টঃ

যাপিত জীবনের স্বপ্ন

০৭ ই মে, ২০১৭ রাত ৮:০৮


এক টুকরো অলস সময়
কেউ কাছে নেই,
অবুঝ মন করে আনচান
স্মৃতিতে ভাসে অনেক মুখ।
মন বলে কথা
শুধু মনের সাথে।
তুমি কি ভাবছ?
শুধু শুধু আমি এমন করি?
ফুল হাতে
দাঁড়িয়ে ছিলাম
অনেকক্ষণ এই কি অপরাধ?
ভেবেছি
তোমার রাগ গলে গেছে
শান্ত বিকাল বেলা,
আড্ডাডা জম্বেশ হবে
ডালপুরি,গরম চা,
আর কথার ফুলঝুরি।
দূর ছাই এসব কি ভাবছি?
হতবুদ্ধিতে আছি নাতো,
আচমকা মোবাইল বেজে উঠে
এই তুমি কি করছ?
একা আর কি করব?
জেগে আছি,
স্বপ্ন দেখছি
স্মৃতির পাতায় হাটাহাটি
কত কি করছি?
আজ বড্ড একা লাগছে
দেখা হলে সব কথা হবে?
তুমি কেমন আছ?
এমনি কলিংবেল বাজে?
ভাবছি কে আসল?
ময়লা নিতে দোয়ারে দাঁড়িয়ে
হাঁকছে ময়লা,
ময়লা দেন আপা।
কেমন লাগে বলেনতো
মাথা থিরিক্কি মেড়ে চক্কর দিচ্ছে!!
ঘুমে ছিলাম, কিছুই মনে নেই
ঘুম থেকে উঠে দেখি
কেউ ঘরে নেই!!
বিশ্বাস হয়না, তবু মেনে নেই।
আসলে বেক্কেলের কান্ড
স্বপ্নে ছিলাম হয়ত।
ধরাবাঁধা জীবন যেমন
কেটে যাচ্ছেতো যাচ্ছেই।
০৭/০৫/২০১৭

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৭ রাত ১০:০১

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো

২| ২০ শে মে, ২০১৭ সকাল ১১:৩৫

জুয়েল তাজিম বলেছেন: দারুণ হয়েছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.