![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।
বুদ্ধের নির্বাণ ভেংগে গেছে,
জ্বলছে আগুন চিতায়, নরকসম।
আত্নার প্রশান্তিতে কিছু বলিদান চাই;
খুঁজে দেখ, পাহাড়, পর্বতচূড়া, নিঝুমবন
কিছুপ্রাণীর রক্তের স্রোতে ধুঁতে হবে পা,
অবশেষে পাওয়া যায় নামহীন কিছু প্রাণীর,
ইতিহাসে নাম নেই কিন্তু প্রাণ আছে,
মানুষের মত দেখতে, কিন্তু ওরা রোহিঙ্গা,
তবে দেরি কেন?
জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, রক্ত ঝরাও,
বুদ্ধের প্রশান্তিতে এই বলি দান।
পরাধীন দেশে ওরা মানুষ ছিল
করেছে লড়াই স্বাধীনতার;
নিজ দেশে আজ পরাধীন,
বন্দি খাঁচার ভেতর উদ্বেলিত, দেখতে মানুষ;
এদের রক্তে ভেজাতে হবে বুদ্ধের পা,
তাজা রক্ত চাই, নারী, শিশুর রক্ত;
যুবকের রক্তে সাজাতে হবে অর্ঘ পুজার,
বুদ্ধের নির্বাণ ভেংগে গেছে আজ।
ধ্যানি বুদ্ধের শ্বশান, আজ অগ্নিচিতা
অগ্নিভস্ম ছাই জনপদ রাখাইন, রোহিঙ্গা;
কিছু ধর্ষিত নারীর বেশরম চাহনি,
পুঁজাপাঠরত বৌদ্ধভিক্ষুর ধ্যানে বিঘ্নতা আনে,
একটা শিশু মৃত মায়ের লাশের উপর
ক্ষুদার নিবৃত্তিতে অসহায়;
ভিক্ষুর ভেতর পুরুষালী দম্ভ গর্জে ওঠে,
পিচাশ রক্তের দাগে মাংশচুষে।
কিছু মানুষ, শত নয়, হাজারে হাজার,
ঘরবাড়ি,ভিটা ছেড়ে পালায়।
নৌকার গলূই ভর্তি এই সব প্রাণ
উত্তাল সাগরের ঢেউয়ে অসহায়,
কতক প্রাণ নিভে যাচ্ছে সেখানেই।
অদূরে দেশের সীমানা ছাড়িয়ে বাংলাদেশ,
পাহাড়ি বনোপথে হেটে চলেছে
মানুষের মিছিল, যদি মিলে বাঁচার ঠাঁই।
বুদ্ধের নির্বাণ আজ ভেঙ্গে গেছে,
জ্বলছে আগুন
বৌদ্ধের স্বত্তার ভেতর অগ্নিকুন্ডু।
নিষ্পাপ মানুষের রক্তে বুঝি
হিম হবে বুদ্ধের আত্মা।
৯/৯/২০১৭
©somewhere in net ltd.