![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।
চবি ক্যাম্পাসে কেটেছে বাড়ন্ত যৌবন
অনন্য সোনালী দিনে। সবুজের ভীড়ে,
পাহাড়ি লতা- পাতায় ঘেরা বনোপথ
মাড়ায়ে, বুনেছি স্বপ্নের জাল কত!
প্রিয়ার হাতে রেখেছি নিজের হাত,অজান্তে,
হেঁটেছি পথ পাশাপাশি, মায়ার বাঁধনে।
দূরের পাহাড়ের ঢালে দেখেছি পাখির বাসা
শোনেছি কলরব কতনা অজানা পাখির,
খিঁচির মিচির ডাকে সন্ধা উজার;
বসে আছি নিশ্চুপ;শুধু অনুভবে বুঝেছি,
কেউ একজন কাছে আমার হৃদয় কোণে।
একদিন এমনি করে পেয়েছি জীবন সাথী,
প্রকৃতির কূল থেকে আনা পরশপাথর।
জীবনাঙ্গিনায় সাজায়েছি বাগান ভালবাসার
সে যে কত আপন, কত প্রিয়? কি করে বুঝাব?
বেঁচে আছি ভালবাসায় আজও।
মনের গহিনে আজও সে অম্লান,স্বার্থক অনুভব।
যেদিন হয়েছিল দেখা প্রিয়ারসনে,
চোখের রেখায় পড়েছিল চোখ,
বেঁধেছি বাসা পাখীর নীড়ের মত চোখে।
স্মৃতির পাতায় চোখ যায়, বার বার।
সেদিনের চাঁদের মেলা, আজও বুঝি
ছড়ায় জ্যোৎস্না রাতের পসর, কবি নই;
তবু ভাবি লিখি কবিতা, ভাষা নেই তবু ভাবি
যদি শব্দের মালা গেঁথে দেই; তাহলে
একদিন আসবে কোন কবি, বেছে নেবে
আমার কোন এক শব্দ তার কবিতার
রয়ে যাব আমি, এখানেই স্বার্থকভাবি।
অপূর্ব দিন গুলো কেটেছে চবি ক্যাম্পাসে,
ভালবাসার স্বপ্ননীড় গড়েছি সেখানেই।
আজও ভাবি ফিরে যেতে সেখানে, যদি
দেখামেলে সেই সব ফুল, পাখি, পথ,
যেখানে হেটেছি দুজনে, পাহাড়ি লতায়
ছোঁয়ে গেছে শরীর, থমকে দাঁড়িয়েছি
কাঠ বেড়ালীর উচু লেজের নাচন দেখে।
আজও ভাবি স্বপ্নগুলোর কথা, কেননা
আমরা আছি একসাথে, ভালবাসার বাধনে।
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৩
একলা চলো রে বলেছেন: বানান ভু্ল আছে অনেক। শব্দগুলো এলোমেলো। তারপরও ভাল লাগল আপনার ক্যাম্পাস জীবনের অনুভূতি উপলব্ধি করে। আমিও চবির ছাত্র। তারুণ্য, প্রেম, নেতৃত্ব, রাজনীতি, উচ্চাকাঙ্খ... ব্যাপারগুলো শিখেছি চবি ক্যাম্পাস থেকেই।
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
চাঁদগাজী বলেছেন:
পড়ালেখা করেছিলেন? চবি'র গ্রাজুয়েটরা বিদেশে টেক্সী চালাচ্ছে!