![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।
১
ভালবাসার স্বপ্নগাঁথা
--------------------
যেন এক পাখির নীড় বুনেছি
স্বপ্নভরা চোখের তারায়,
কাজল চোখের রেখায়,
হারিয়েছি নিজেকে শত সহস্রবার।
ইরাশায় বলেছি কথা দুজনে
ভাষাহীন কত শব্দ,
স্পন্দিত করেছে মন
বিস্মিত!! উচ্ছ্বসিত!পুলকিত,
অবাক করা কান্ড সব!!
অট্টহাসির ফোয়ারায় ভেসেছি,
আবার নিশ্চুপ!
পাতালপুরির নিস্তব্ধতায়।
কত পত্র লিখেছি, সবুজ
বটের পাতায়, আঁকিবুঁকি শব্দসব
কালি ও কলম সবই প্রকৃতজ,
কোন চিঠির অনুলিপি নেই,
জীবন বীণায় স্বরলিপির গাঁথন,
শুধু অনুভবের সিঞ্জন;
করে মাখামাখি পাখির কলরবে,
মৌ মাতালীর গুঞ্জনে।।
কাব্য বুঝিনা,
সংগিত বুঝিনা,
বীণার ঝংকারের সুর বুঝিনা,
শুধু জীবনসুধারসে ভরা,
ভালবাসার রত্ন আকর,
মুক্তা খুঁজেছি, বনোসাগর কূলে।
জীবন এক বহমান কবিতা,
প্রতিপলে পলে ছন্দ আছে,
যাদুমাখা ছন্দসব, বিমোহিত, আছে
অপার মুগ্ধতা,
আর নীল বেদনার ছোঁয়া।।
ছন্দপতন আছে!! যেন নাচের মুদ্রাপতন।
আবার স্ফিনিক্স পাখির মতন জেগে উঠে
বিশুদ্ধ জনমে, ধ্রুবতারার মত জ্বলে,
এক রাশ আলোর মিছিল,
অতঃপর মিশে যায় চিরতরে।
মানব মানবীর প্রেমাস্পদ জীবন
ক্ষয়ে যায়, তবু প্রজন্মান্তরে বয়ে চলে।
০১/ ০১/২০১৮
২
প্রিয়ার হাসি
-------------
তুমি হাসলেই ভোর হাসে
তুমি হাসলেই ফোটে ফুল
তুমি হাসলে বসন্তের সব রঙ
ধরার কূলে ভাসে।।
ভোরের শিশির হাসে,
এক ঝলক মুক্তার দানা
তোমার হাসিতে ঝরে শুভ্রকণা;
তোমার হাসিতেই মিলিয়ে যাবে,
যতসব বেদনা, কষ্ট, দুখি ভাবনা।।
তোমার মায়া কাজলে ভরা আঁখি;
প্রেমের অটুট বাঁধনে বেঁধেছে ডুরি,
বসন্ত বাতাসে মেলেছে কুঁড়ি;
সবুজ শ্যামলিমার বনে,
শিমুল,পলাশ, কৃষ্ণচুড়ার রঙের ঢালি।।
তোমার চোখের তারায় রঙ হাসে
পত্রপল্লবের রেখাভাসে;
গহিনের কান্না মিলিয়ে যায় সূদুরে,
তোমার হাসিতেই ভরে উঠে,
কল্পকথা,কাব্যকথা,আলপনা।।
তুমি আমারই জীবন সঙ্গিনী,
প্রিয়তমা আমার; তোমার
স্নিগ্ধহাসিতে ভরে উঠুক জীবন।
১৮/০২/২০১৮
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
চাঁদগাজী বলেছেন:
ছন্দপতন আছে, ধ্রুবতারার মতো?