নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদাসিদে কথা কাজের ফাঁকে কিছু করা,ব্যস্ততার মাঝে যাকিছু ভাবি তাই লিখি।

HannanMag

শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।

HannanMag › বিস্তারিত পোস্টঃ

নারীর প্রতি ভালবাসা

০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১১

হে নারী
মা, প্রিয়তমা পত্নী, বোন, কন্যা;
পরিচয় যাই হোক
প্রতিদিন তোমাকে ভালবাসি।
তোমার সব কালিমার দায় আমার।

আমার না বলা ব্যথার কথা,
কেমন করে ভুলাও তুমি,
যতসব যন্ত্রনা দেই শুধু আমি।

পুরুষালি অহংবোধে অশ্লীল সব কান্ড করি
দানবের মত হামলে পড়ি;
অবলা নারীর শরীরে হায়েনার আঁচর কেটে
ক্ষত বিক্ষত দেহে মেটাই জ্বালা।
যতসব যন্ত্রনা দেই শুধু আমি,
ভাবি আমি পুরুষ। পুরুষশার্দূল।

অহংবোধের ভেতর লুকিয়ে আছে পুরুষালি দানব
ভুলে যাই আমার যতসব প্রাপ্তি;
সুন্দর শরীর, একটা মন, আজ আমি মানুষ,
তার পুরো স্বত্ত্বা জেগে উঠেছে এক নারীর গর্ভে।
তুমি যদি দলিত হও
তার পুরো কালিমার দায় আমার।
প্রিয়তমা,জায়া,জননি আমি তোমাকে
প্রতিদিন ভালবাসি।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.