নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদাসিদে কথা কাজের ফাঁকে কিছু করা,ব্যস্ততার মাঝে যাকিছু ভাবি তাই লিখি।

HannanMag

শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।

HannanMag › বিস্তারিত পোস্টঃ

চারদিকে হিংসা

১১ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫৯


অহর্নিশ একটা ভাবনা ঘুরপাঁক খায়
মানুষের মনে এত হিংসে কেন?
অহংবোধ কেন জন্মে যায়?
কেবলি হিংসা !!
হিংসার বিষ বাষ্প চারদিক।

চারদিকে খই ফুটাচ্ছে?
কেবলি হিংসা,বিদ্বেষ!!
তরবারির মত শান দেওয়া হিংসা।

রাজার হিংসা,
প্রজারা কেন জানে তার ক্ষমতা কি?
নেতার হিংসা,
এককালের অনুগত শাবক আজ নেতা!!
কৃষনের হিংসা,
কৃষানীর ঘরে পাঁকা ধানের মাচাল বড় কেন!
শ্রমিকের হিংসা,
শ্রম দেই আমি, মূল্য মালিকের।

তরবারির হিংসা,
গোলার আঘাত এত নিখুঁত কেন ?
গোলার হিংসা,
স্কাট এত দূরে আঘাত হানে
স্কাটের হিংসা,
এটম বোম কেন এত শক্তিশালি?

এটম হিংসা করে,
একটা বাটনের এত ক্ষমতা কেন
বাটনের হিংসা,
সুপার প্রেসিডেন্ট কেন বাটন দাবে?
মানুষ মারার জন্য যদি বাটন দাবে
তা’হলে মানুষ কেন?
অন্য কোন প্রাণীর কূলে জন্ম নিলেই পারে।।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২০

রাজীব নুর বলেছেন: বেশ।

২| ১১ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৯

কামরুননাহার কলি বলেছেন: হিংসায় আজ পৃথিবীটা ভরে গেছে। কবে যেনো আগুনের গোল্লা হয়ে ফুটে যায়।

৩| ১১ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৪

তারেক ফাহিম বলেছেন: সুন্দর ++

৪| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ৯:০৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: গতকাল সর্ভারের সমস্যার কারনে মন্তব্য করতে পারি নি:(:(

দারুন লিখেছেন। আপনার লেখা দেখে আমারো হিংসে হচ্ছে।:P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.