নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদাসিদে কথা কাজের ফাঁকে কিছু করা,ব্যস্ততার মাঝে যাকিছু ভাবি তাই লিখি।

HannanMag

শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।

HannanMag › বিস্তারিত পোস্টঃ

এক জীবনের পূর্ণতা চাই

১২ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১০


পূর্ণতায় মূর্খতা নেই,
পূর্ণিমার চাঁদ দেখনি কেমন খলখলিয়ে হাসে
মরা সায়রে ভরাজল, জোয়ারে ভাসে।
সখি বলে, চল যাই যইবন বিহারে
উতলা মনে নাগর দোলা নাচেরে
পূর্ণিমার চাঁদেরহাটে চলে প্রেমের বিকিকিনি।

পূর্ণতায় মূর্খতা নেই
কৃষ্ণ তিথিতে চাঁদের পসর নেই
শুষ্ক মরুতে জল নেই,
প্রাণ বিনা দেহ নেই,
তুমি ছাড়া আমি নেই,
কোন এক কালে এসেছিলে বলেই আজ আমি এখানে
যাপিত জীবনের পূর্ণতায় বেচে আছি
আমার ভালবাসার পূর্ণতায়।

পূর্ণতায় মূর্খতা নেই,
অন্তহীন আগামীতে কেবলি চাই পূর্ণতা
কোন কৃষ্ণপক্ষ নয়, একপালি চাঁদ নয়
কেবলি ভরা পূর্ণিমারচাঁদ,
যইবন জোয়ারের তেজ কাঁঠাল চাই।
বাধভাংগা চাঁদের আলোয় ডুবে যেতে চাই
প্রেয়সীর আলিঙ্গনে একাকার এক জীবন চাই
কালের হাহাকার যেন গ্রাস না করে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩২

রাজীব নুর বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.